(প্রিয় টেক) মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা সহস্রাব্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার সুপারিশ করেছে জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশন ফর ডিজিটাল ডেভেলপমেন্ট। এছাড়া চলতি সপ্তাহে পৃথিবীতে ইন্টারনেট সম্প্রসারণের বর্তমান চিত্র ‘ডাবলিং ডিজিটাল অপরচুনিটিজ’ শীর্ষক জরিপ প্রতিবেদনে তুলে ধরেছে জতিসংঘ। জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের মহাসচিব হামাদান টোরে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধাকে বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন। জরিপে বলা হয়, বিশ্বের উন্নত দেশগুলোয় প্রতি ১০ শতাংশ ব্রডব্যান্ড সংযোগ বৃদ্ধি পেলে তা দেশগুলোর মোট দেশজ উত্পাদন (জিডিপি) বৃদ্ধি করবে ১ দশমিক ৩৮ শতাংশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।