এল সালভাদরের একটি কিশোর সংশোধনাগারে প্রতিদ্বন্দ্বী দুটি দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন কিশোর নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানী স্যান সালভাদরের কাছে তোনাকাতেপেকিউ কারাগারে এ ঘটনা ঘটে। কারাগারটিতে প্রায় সাতশ’ বন্দি রয়েছে।
সংঘর্ষে জড়িয়ে পড়া কিশোররা মারা সালভাট্রুচা এবং এমএস-১৩ চক্রের সদস্য বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তারা জানান।
উল্লেখ্য, মধ্য আমেরিকার এই দেশেটিতে প্রতিটি কারাগারেই ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে। গত বছর দেশটির ভয়ঙ্কর চক্রগুলোর মধ্যে একটি ভুয়া যুদ্ধবিরতির পর গত কয়েক সপ্তাহে এল সালভাদরে হত্যার সংখ্যা বেড়ে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।