আমাদের কথা খুঁজে নিন

   

ইভ-টিজিং এর অভিযোগে ৬ কিশোর গ্রেফতার নিয়ে শ্রীমঙ্গলে তোলপাড় এর অভিযোগে ৬ কিশোর গ্রেফতার নিয়ে শ্রীমঙ্গলে তোলপাড়



ইভ-টিজিং এর অভিযোগে আটক ৬ কিশোরকে শ্রীমঙ্গল থানা পুলিশ আজ ৮ এপিল মৌলভীবাজার আদালতে প্রেরণ করেছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ দ. বি আইনের ৩৪ ধারায় অভিযোগ উত্থাপন করে আদালতে প্রেরণ করা হয়। তবে আটক কিশোরদের অভিভাবকরা দাবি করেছেন ইভ-টিজিং এর অভিযোগ এনে পুলিশ নিরীহ স্কুল ছাত্রদের হয়রানি করছে। পরস্পর বিরোধী এ বক্তব্য নিয়ে তোলপাড় চলছে শ্রীমঙ্গলে। পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে শহরের কলেজ রোডের রেবতী টি স্টলে অভিযান চালিয়ে ৬ জন কিশোরকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে ইভ টিজিং এর অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃত কিশোরদের অভিভাবক কুতুব উদ্দিন চৌধুরী ও বিশ্বজিৎ ঘোষ বলেন, ইভ-টিজিং এর অভিযোগে আটক কিশোররা সবাই স্কুলের ছাত্র। সবার বয়সই ১৩/১৪ বছরের মধ্যে। তারা ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের পাশে অবস্থিত রেবতী টি স্টলে ক্রিকেট খেলা শেষে দোকানে বসে নাস্তা করছিলো। তাদের সাথে ক্রিকেট ব্যাট, বল, স্ট্যাম্প ইত্যাদি খেলার সামগ্রী ছিল।

ওই অবস্থায় পুলিশ বিনা কারনে তাদের আটক করে থানায় নিয়ে যায়। ইভ-টিজিং এর সাথে ওই কিশোরদের কোনো সংশ্লি­ষ্টতা নেই। শ্রীমঙ্গল থানার অফিসার ইন্চার্জ মোঃ আব্দুল্লাহ জানান, বিভিন্ন স্কুল, কলেজের সম্মুখে বখাটে কিশোর-যুবকদের উৎপাত এবং ইভ টিজিং বন্ধ করতে পুলিশী টহল জোরদার করা হয়েছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.