বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাং নমনীয় স্ক্রিনের স্মার্টফোন দেখিয়েছিল জানুয়ারি মাসেই। তবে এ ধরনের নমনীয় স্ক্রিন ও বাঁকানো ডিসপ্লের ডিভাইস ব্যাপকহারে বাজারজাতকরণের জন্য সস্তায় উৎপাদন করা সম্ভব হবে কি না তা নিয়ে টেকবোদ্ধারা সংশয় প্রকাশ করেছিলেন আগেই।
গ্যালাক্সি নোট ৩ স্মার্টফোন উন্মোচন উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বাঁকানো ডিসপ্লের স্মার্টফোনের ঘোষণা দেন স্যামসাংয়ের হেড অফ স্ট্র্যাটিজিক মার্কেটিং ডি.জে. লি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এখনই বাঁকানো ডিসপ্লের স্মার্টফোন বাজারজাত করে আদতে মূল প্রতিদ্ব›দ্বী অ্যাপলের উপর আধিপত্য ধরে রাখতে চাইছে স্যামসাং। স্মার্টফোনের জন্য নতুন হলেও বড় স্ক্রিনের টেলিভিশনে বাঁকানো ডিসপ্লের ব্যবহার শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগেই।
বাঁকানো ডিসপ্লের টেলিভিশনের বাজারের শীর্ষস্থান দখল করেছে স্যামসাং এবং তাদের স্থানীয় প্রতিদ্ব›দ্বী এলজি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।