আমাদের কথা খুঁজে নিন

   

ভূমিকম্পে বিধ্বস্ত বেলুচিস্তান নিহত সাড়ে তিনশ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে। গতকাল রাতে সাড়ে তিনশ নিহতের খবর জানিয়েছে পাকিস্তানের দৈনিক 'ডন' অনলাইন। আহত হয়েছে সহস্রাধিক মানুষ। এছাড়া হাজার হাজার মানুষ খোলা স্থানে থাকছেন। প্রত্যন্ত এলাকাগুলোতে ভেঙে পড়েছে শত শত ঘরবাড়ি।

সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলুচিস্তান প্রদেশ। স্থানীয় কর্মকর্তারা জানান, আওরান এলাকায় এ পর্যন্ত ২৮৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও ৪২টি মৃতদেহ পাওয়া গেছে কাছের কেচ এলাকায়। নিহতদের কবর দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আওরান এলাকার ডেপুটি কমিশনার আবদুল রশিদ গোগাজাই। আওরান শহরের উত্তরাঞ্চলীয় উপকণ্ঠ লাবাখে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

ক্ষয়ক্ষতি হয়েছে খুজদার এলাকাতেও। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী ড. আবদুল মালিক বেলুচ ভূমিকম্পের পর আওয়ারান সহ পাঁচটি শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বেলুচিস্তান প্রাদেশিক পরিষদেও ডেপুটি স্পিকার আবদুল কাদ্দেস জানান, ধসে যাওয়া ঘরবাড়ি কমপক্ষে ৩০ শতাংশ আওয়ারান জেলার। যুক্তরাষ্ট্রের ভূতাত্তি্বক জরিপ সংস্থা-ইউএসজিএস জানায়, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ২৯ মিনিটে (১১ টা ২৯ মিনিট ইউটিসি) অনুভূত এই ভূমিকম্পেও কেন্দ্র ছিল আওরান থেকে ৬৯ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং পাকিস্তনের কাহরান শহর থেকে ১৭৪ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে হাজার মাইল দূরে ভারতের রাজধানী দিলি্লতেও তা অনুভূত হয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলেছেন, কোয়েটা এবং আশপাশের এলাকার সদরদফতর থেকে তাঁবু এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.