চীনের পশ্চিমাঞ্চলের গাংসু প্রদেশে আজ সোমবার সকালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রাথমিকভাবে ১১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ৮০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ভূকম্পনটির গাংসু প্রদেশের ডিংসি শহরের কাছে আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৯।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
উদ্ধার তত্পরতা শুরু হয়েছে।
২০০৮ সালে সিচুয়ান প্রদেশে এক ভয়াববহ ভূমিকম্পে ৯০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।