যারা আ্যডভান্সড জিনিসের জন্য যেকোন কিছু করতে রাজি তাদের জন্য নতুন করে এই কিবোর্ডে অভ্যস্ত হওয়া পান্তাভাত, আর যারা টাইপ করতে জানতেন না তাদের জন্য তো পান্তা ইলিশ ।
=======================================================================================
শিখতে লাগবে কিছুক্ষন ।
সুপার ফাস্ট গতিতে ইংলিশ টাইপ করুন বিজ্ঞান, মান ও স্বাস্থ্যসম্মত ডিভোরাক কি বোর্ড লেআউট ব্যবহার করে ।
বিস্তারিত নিয়ে আগেই এক ভাই টিউন করেছেন । আমি তাই আর নতুন করে কিছু বললাম না ।
শুধু মনে রাখবেন,
১. এই কিবোর্ড ব্যবহার করতে নতুন কিবোর্ড কেনার প্রয়োজন নাই । স্রেফ লেআউটটা সিলেক্ট করে দিন আর লিখতে থাকুন ।
২. নতুন কোন সফটওয়্যার ও সেটআপ দিতে হবেনা । উইন্ডোজের কন্ট্রোল প্যানেলেই এই জিনিস পাবেন ।
৩. কোন বাটনে কি অ ক্ষর বুঝতে পারছেননা? on screen keyboard টা সামনে নিয়ে আসুন ।
আর লিখতে থাকুন । কিবোর্ডে আঙ্গুল গুলো ঠিক মতো রেখে মনিটরের দিকে তাকিয়ে লিখতে থাকুন । অভ্যস্ত হওয়া স্রেফ কিছু সময়ের ব্যপার ।
৪. যে ভাইদের এক হাতে লিখতে হয় তাদের জন্য স্পেশাল আলাদা দুটো কিবোর্ড আছে । তাদের ৯০ ভাগ কষ্ট কম হবে লিখে দিতে পারি ।
=======================================================================================
এ বিষয়ে বিস্তারিত জানতে আগে টিউন করা এই পাতায় যান ।
=======================================================================================
ভালো কথা । কোন সহৃদয়বান গবেষক কি বাংলার জন্য এমন একটা লেআউট তৈরী করতে পারেন? আমি নিজে চেষ্টা করে একটা দাড় করিয়েছি এবং এই লেখাটা তা দিয়েই লিখেছি । তবে এটা তত বিজ্ঞানসম্মত হয়েছে কি না তা তো আর আমি একা বুঝতে পারবোনা । তাছাড়া ডিভোরাকের Single hand keyboard গুলোর মতো এক হাত নাই এমন ভাইদের জন্য সহজ বাংলা কি বোর্ড লেআউট দুটোও তো তৈরী করার দরকার ।
আগে থেকেই যদি থেকে থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।