আমাদের কথা খুঁজে নিন

   

পেরুতে ৭ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলীয় উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ মাত্রা।

জানা যায়, স্থানীয় সময় বুধবার দুপুর ১১টা ৪২ মিনিটে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কারাভেলি'র শহর আকারি'র ৫০ কিলোমিটার দক্ষিণে ভূগর্ভের ৪৬ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি। ভূমিকম্পে এ অঞ্চলের বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাছাড়া একটি পাহাড় ধসে পড়ায় এ অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।