আমাদের কথা খুঁজে নিন

   

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৯

দক্ষিণ আমেরকিার পেরুতে একটি যাত্রীবোঝাই বাস খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আজ সোমবার দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবরটি জানিয়েছে।

স্থানীয় সময় গতকাল রবিবার বিকেলে অ্যাকোবামাগামী বাসটি দেশটির রাজধানী লিমার প্রায় ৪৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অ্যাকোরিয়া জেলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কের প্রায় ৮০ মিটার গভীরে একটি খাদে পড়ে যায়।

এ ঘটনায় ১৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নিকটস্থ হুয়ানকায়ো শহরের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।