আমাদের কথা খুঁজে নিন

   

আমি সীমানা পেরুতে চাই

সময় এসেছে বাঁধ ভাঙার আমি সীমানা পেরুতে চাই সীমানার ওপারে কী আছে তা দেখতে চাই সীমানার বাহিরের মাটিকে স্পর্শ করতে চাই এই ধরণীর আলো-বাতাসকে সীমানার বাহিরে গিয়ে অনুভব করতে চাই আকাশের বিশালতাকে ছুয়ে দেখতে চাই সমুদ্রের অতল গভীরে গিয়ে মুক্তো কুড়াতে চাই হিমালয়ের চূড়াতে পৌছে পৃথীবীটাকে পর্যবেক্ষণ করতে চাই আমি সীমানা পেরুতে চাই। প্রকান্ড গাছ বেয়ে উপরে উঠতে চাই গভীর জঙ্গলে বন্য পশুদের সাথে জীবন-যাপন করতে চাই নিজের ঘরের চার দেয়ালকে ভাঙতে চাই দেয়ালবিহীন একটি ঘরের ছাদের নিচে বসবাস করতে চাই আমি সীমানা পেরুতে চাই। আমি পথিক হয়ে পথের আড়ালের পথকে খুঁজে পেতে চাই রাতের আকাশের হাসিমাখা চাঁদকে পথে হেঁটে হেঁটে উপভোগ করতে চাই আমি না কে হ্যা বলতে চাই অসম্ভবকে সম্ভব করতে চাই কঠিনকে সহজ করতে চাই বরফকে তরল করতে চাই আমি সীমানা পেরুতে চাই। আমি জটিলতাকে সরলতায় রূপান্তর করতে চাই সত্যকে প্রকাশ করতে চাই দু:খকে সুখে পরিণত করতে চাই শোককে শক্তিতে রূপ দিতে চাই আমি সীমানা পেরুতে চাই। আমি দারিদ্রকে ঘুচাতে চাই অলসতাকে দূর করে কর্মক্ষম হতে চাই হতাশাকে দূরে ফেলে সামনে এগুতে চাই দু:সহ অতীতকে ভুলে যেতে চাই মনের হীণমন্যতাকে ঝেরে ফেলতে চাই আমি সীমানা পেরুতে চাই। সীমানা অতিক্রম করলেই অসাধ্যকে সাধণ করা যায় আমি সবসময় তা মানতে চাই ইচ্ছাশক্তি দিয়ে সকল গ্লানি মুছে ফেলা যায় আমি সবসময় তা বিশ্বাস করতে চাই। আমি সীমানা পেরুতে চাই। মুক্ত বিহঙ্গের মতোআমি উড়ে বেড়াতে চাই সকল অন্ধকার থেকে দূরে-বহুদূরে থাকতে চাই তাই সীমানা পেরুতে চাই আমার মাঝে হারিয়ে যেতে চাই নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাই আমি একজন সৎ ও সত্যিকারের মানুষ হতে চাই জীবনে স্থিরতা নিয়ে আসতে চাই তাই আমি সীমানা পেরুতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।