আমার এক পিচ্চি কাজিন। ডাক নাম পিকলু।
ব্যাটা এক বজ্জাতের হাড়ি।
পিচ্চিরা যে কি পরিমাণ ডেন্জারাস তার
একটা উদাহরণ আজকে দিচ্ছি। পরীক্ষা শেষ।
তাই পিক্লুর
টানে পিকলুগো বাসায় গিয়ে দেখি পিকলুর
চাচাতো বোনের বিয়ে। ভাবলাম ভালোই
হলো কিছু কাঠপিছ
দেখে নিজেরে চার্জিতো করা যাবে। পিকলু মিয়ার সাথে দেখা হতেই উনি উনার
মুসলমানির অ্যাড দিলেন।
কাহিনী কি খালা কে জিঙ্গেস করে শুন্লাম
ব্যাটা বজ্জাত এই বয়সেই তার পাওয়ার
পয়েন্টে সমস্যা বাধাইয়া দিছে। হিসু
করলে নাকি ৫-৬ কিলোমিটার দূরে গিয়ে পড়ে।
তাই ডাক্তারের
পরামর্শে খালা তার মুসলমানি দিয়েছেন। বিয়েটা ভালোভাবেই হলো। আমি ও
নিজে মোটামুটি ফুল চার্জড। বিয়ের সব ফরম্যালিটি শেষ। সন্ধ্যার
দিকে পিকলুর আপু আর দুলাভাইকে নিয়ে সবাই
মজা করতেছে।
হঠাৎ পিকলু তার দূলাভাইয়ের
কাছে গিয়ে প্যান্ট টা খুলে " এই
দেখো আমি মুসলমানি দিয়েছি এখনো ব্যান্ডেজ
রয়েছে। দেখি তুমি দিয়েছো কি না " বলেই তার দূলাভাইয়ের প্যান্ট ধরে টান দিলো।
এমন জোরে টান
দিলো যে পায়্জামা খুলে গেলো আর
আন্ডারওয়্যার এর দর্শন মিললো । নতুন জামাই
তো পুরাই মুরগী। বিয়ে করতে এসে ৪ বছরের
একটা পিচ্চির কাছে মুরগী হয়ে যাবে ব্যাটা হয়্তো ভাবতেই
পারেনি।
ফুটনোটঃ "পিচ্চি থেকে সাবধান ওরা যেকোন
জায়্গায় মুসলমানির অ্যাড
দিয়ে আপনাকে পুরাই
মুরগী বানিয়ে দিতে পারে"।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।