আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার কারণেই সংঘাত: ইনু

তিনি বলেছেন, “খালেদা জিয়া নির্বাচিত সরকারের গঠন মানেন না বলেই তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন। এ কারণে দেশে সংঘাতের সৃষ্টি হচ্ছে। জঙ্গিরা নানান সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখছে। ”
বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও হোটেলে এক কর্মশালায় ‘রাজনৈতিক শান্তির’ জন্য নির্বাচন নিয়ে সমঝোতায় আসারও তাগিদ দেন মন্ত্রী।
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার মানেই দেশে সুখ শান্তি বিরাজ করবে এটা আশা করা যায় না।


“নব্বইয়ের পর থেকে ২৩ বছরে ৪টা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু নির্বাচনের পর থেকেই নানা কারণে সংসদ অকার্যকর। এতেই প্রমাণিত শুধু নির্বাচিত সরকার থাকলে সরকার কাযর্কর হয় না। শান্তি আসে না। ”
জাসদ সভাপতি বলেন, “এ শান্তির জন্য দরকার দুটি বিষয়।

একটি শান্তিপূর্ণ নির্বাচন করা আর অন্যটি হচ্ছে সরকার পরিবর্তনের জন্য একটি স্থায়ী ব্যবস্থা করা, যা রাজনৈতিক রীতিনীতিরই অংশ। ”
তিনি বলেন, নির্বাচিত সরকারের গঠনটা মানতে হবে। তা না হলে নির্বাচন হবে, সরকার আসবে, কিন্তু শান্তি আসবে না।
বিরোধী দলীয় নেতা নির্বাচিত সরকারের গঠন মানেন না- অভিযোগ করে ইনু বলেন, এ কারণেই তিনি তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন। এ কারণে দেশে সংঘাতের সৃষ্টি হচ্ছে।

জঙ্গিরা নানান সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখছে। ”
ঢাকা ওয়াসার  ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সভাপতিত্বে  স্থানীয় সরকার সচিব  আবু আলম মো. শহীদ খান, পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম প্রমুখ কর্মশালায় বক্তব্য রাখেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।