আমাদের কথা খুঁজে নিন

   

১ নম্বরে থেকেই বছর শেষ সেরেনার

গত ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি বয়সে শীর্ষে ওঠার রেকর্ড গড়েছিলেন আমেরিকান টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। জিতেছেন নয়টি একক শিরোপা, যার মধ্যে দুটি গ্র্যান্ড স্ল্যাম।

ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এক নম্বরে থেকে বছর শেষ করতে যাচ্ছেন সেরেনা।

চলতি মৌসুমে কোর্টে সেরেনার রেকর্ড ৬৭-৪। নয়টি ডব্লিউটিএ ট্যুরের মধ্যে দুটি গ্র্যান্ড স্ল্যামের মুকুট জিতেছেন ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনে।

৩২ বছর বয়সী তারকা ফেব্রুয়ারিতে কোর্টে নেমে এপর্যন্ত প্রাইজমানিই জিতেছেন ৯০ লাখ ডলারের। ডব্লিউটিএ তাদের ওয়েবসাইটে সেরেনার আর্থিক অর্জন তুলে ধরেছে।

উল্লেখ্য, সেরেনা এক নম্বর হওয়ার স্বীকৃতিতে পাওয়া ট্রফিটি নিয়ে হাজির হবেন ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপসে। ২২-২৭ অক্টোবর পর্যন্ত ইস্তাম্বুলে হতে যাওয়া এই টুর্নামেন্টে ৬০ লাখ ডলারের প্রাইজমানি জিততে লড়বে এককের শীর্ষ আট ও দ্বৈতের শীর্ষ চার র‌্যাঙ্কিংয়ের খেলোয়াড়রা।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।