আমাদের কথা খুঁজে নিন

   

মডেল ফড়িং, ধলেশ্বরী রিসোর্ট, নদী ভাংগন, পদ্মা রিসোর্ট ঃ মিলিয়ে ঝিলিয়ে একটি ছবি ব্লগ

...
দুই ফুটের মতন দূর থেকে ছবি তুলা হচ্ছে । ফড়িংটার নড়নচড়ন নেই । যেন মডেলিং করছে সে । ঢাকার কেরানীগঞ্জের ১ নং ধলেশ্বরী সেতুতে উঠবার মুখে বামের রাস্তায় গাড়ি দিয়ে সাত/আট মিনিট গেলে ধলেশ্বরী রিসোর্ট । ফ্যামিলি পিকনিক স্পট হিসেবে মন্দ নয় ।

ছোট ছোট কটেজ আছে। খুচরো ভাবে গেলে জন প্রতি বিশ টাকা আর প্রাইভেট কার পার্কিং এর জন্য পঞ্চাশ টাকা । ফুল বাগান এর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে । মাওয়া ঘাট থেকে নয়/দশ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জের লৌহজং থানায় পদ্মা রিসোর্ট । সামান্য নদী পার হতে হয় ।

রিসোর্টের নৌকায় নদী পারাপার ও রিসোর্টের ভিতরে ঘুরাঘুরি বাবদ চারজনের জন্য নিল দুশো টাকা । কটেজে রাত্রি যাপনের জন্য আগে থেকে বুকিং করে নিতে হয় । নদী ভাংগনের ফলে মাওয়ার একটি ঘাট বন্ধ হয়ে গেছে । নদী ভাংগনের স্বাক্ষরঃ
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।