কেউ বলে ভাই সাধু আমায়
কেউ বা বলে চোর,
এসব সবি অসম খেলা
কার চাপায় কত জোড়।
নাহয় আমি সাধুই হলাম
কিংবা হলাম চোর
তোদের তাতে কি আসে যায়
রাত কে করিস ভোর।
আমার ঘরে ভাত আছেকি
দু'বেলা কি খাই
চিন্তায় আমার পুকুর ফাটে
তোদের চিন্তা নাই।
আমায় নিয়ে নাইবা করলি
রাস্ট্রকে তোলপাড়
সাধু আমি চোর ও আমি
দুস্তর পারাবার।
তাই বলিকি বাদ দাও ওসব
নিজের চড়কায় দাও তেল
দোহাই লাগে আর ভেঙ্গোনা
ন্যাড়ার মাথায় বেল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।