কর ফাঁকির মামলায় মেসিকে দাঁড়াতে হলো আদালতের কাঠগড়ায়।
গতকাল এক রুদ্ধদ্বার শুনানিতে বার্সেলোনার গাভা আদালতে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন পিতা জর্জা মেসি এবং তাদের আইনজীবী। বেশ কিছু দিন আগে মেসির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি ৫০ লাখ ডলারের কর ফাঁকি দিয়েছেন। গতকাল ছিল এর প্রথম শুনানি।এর অর্থ, সম্ভবত সমঝোতার পথ বেছে নিচ্ছেন মেসি। ২০০৯-০৭ সালের মধ্যে ইমেজ বিক্রির অর্থ পেয়ে তার কর দেননি মেসি। এমন অভিযোগই উঠেছে তার বিরুদ্ধে।
অভিযোগ প্রমাণিত হলে বেশ বড় অঙ্কের অর্থই গুনতে হবে বর্তমান ফুটবলের বিশ্বসেরা তারকাকে। এদিকে মেসির বিরুদ্ধে মামলা তাড়াতাড়ি শেষ করার দাবি করেছেন অনেকেই। তাদের মধ্যে রয়েছেন কাতালুনিয়ার দৈনিক পত্রিকা লা ভ্যানগার্ডিয়ার সাংবাদিক এনরিকও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।