আমাদের কথা খুঁজে নিন

   

সুডোকু......।



অফিসে পদার্পণ করা মাত্র বসের তলব। বস:হাতে কোনো জরুরী কাজ আছে? আমি:না স্যার,কেন?(অথচ হাতে ম্যালা কাম,গতকালে সব পেন্ডিং রাইখা বাড়িত গেছিলামগা) বস:এক কাজ করেন... কাজ আর কিছুই না,ক্লায়েন্ট ভিজিট। এক উচ্চপদস্থ কর্মকর্তাকে কিছু গিফট(নোটবুক,ওয়ালেট ...) দিতে অইব। ভদ্রলোকের অফিসে গিয়া পিএস রে ভিজিটিং কার্ড দিয়া আগমনের হেতু জানালাম। -বসেন,স্যার অনেক বিজি।

এই বইলা পিএসও বিজি হইয়া গেলো। কী আর করুম। সামনে একটা পত্রিকার সাপ্লিমেন্টে সুডোকু পাজল পাইয়া ঐডা মিলানো লইয়া আমিও বিজি হইয়া গেলাম। অনেকক্ষণ তাকাইয়া থাইকাও সুডোকুর আগামাথা খুঁইজা পাইলাম না। এইডা একটু হার্ড কিসিমের সুডোকু।

খিয়াল কইরা দেখলাম ,এইডা সলভ কইরা পাডাইলে পাঁচশ টাকাও পাওন যাইতে পারে। সুডোকু লইয়া যহন আমি চূড়ান্ত বিজি,তখনই পিএস মিয়া বাগড়া দিয়া কইলো,স্যার ফ্রি হয়েছেন,ভিতরে যান। কইলাম-এবার তো আমি বিজি!আপনে কোনো এক সময় প্যাকেট টা দিয়া দিয়েন... জাড়া পঁয়ত্রিশ মিনিট লাগলো সুডোকুডা সলভ করতে। অফিসে আইসা পত্রিকা অফিসে পাডাইয়া দিলাম। গত .....পত্রিকা খুইলা দেখি,আমার পরিশ্রম সফল হইছে।

পাঁচশ টাকা পাইছি!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।