আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ পাকিস্তানে যাবেনা এবং, BSF কে BGB প্রধানের LAST WARNING!!!!!!!

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। প্রথম খবরটা শুনে মনে হলো, ইয়েস!!!!!!! মালামার মত বাচাল পাকি প্রেমী আর শিবির কর্মীদের পাকিস্তান গিয়ে বোমা খেয়ে আসার স্বপ্ন ধুলিস্মাত করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দারুন সাহসী এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের প্রতীক বাঘ এর প্রতি সঠিক মর্যাদা দেয়া হয়েছে বলেই মনে করি!! পাকিস্তান কোনভাবে এমন তর্কে লিপ্ত হয়ে কাউকে বাধ্য করতে পারেনা ওখানে যেতে।

ওই মৃত্যুপুরীতে প্রতিনিয়ত মানুষ মরেছে, বর্ডার অশান্ত, ভাতরের সাথে চলছে লড়ায়ের প্রস্তুতি। পাকিস্তান হলো একটি অশান্ত ও যুদ্ধবাজ দেশ, তাদের পরিনতি আমি সাফ দেখতে পাচ্ছি, ধংশ রাষ্ট্র..... PCB কে সময় বেঁধে দিয়েছে BCB , বুধবার সকাল ১০ টার মধ্যে চূড়ান্ত না করা হলে BPL এ পাকিস্তানি খেলোয়াড়দের ছাড়াই খেলা হবে! কেমন ঝামা পাকিস্তান?? ___________________________________________________ বাড়াবাড়ি করছে বিএসএফ : সংবাদ সম্মেলনে বিজিবি’র ডিজি সীমান্তে হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন, বিএসএফ সীমান্তে বাড়াবাড়ি করছে। কোন তরফেই এটা কাম্য নয়। তিনি বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) বলা হয়েছে, কোনো বাংলাদেশীকে হত্যা করা যাবে না।

গতকাল সকালে পিলখানা সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় মহাপরিচালক এসব কথা বলেন। গত ৫ ডিসেম্বর বিজিবি মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল আজিজ আহমেদ। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে এটাই তার প্রথম মতবিনিময় সভা। বিজিবি’র মহাপরিচালক বলেন, বিএসএফকে আরও বলা হয়েছে যেসব বাংলাদেশী অবৈধভাবে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ঢুকবে, তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। তবে জনগণের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে, যাতে বাংলাদেশীরা অবৈধভাবে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ঢুকে না পড়ে।

___________________________________________________  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.