আমাদের কথা খুঁজে নিন

   

পটুয়াখালী পলিটেকনিকে রনক্ষেত্রে

সারা দেশে পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীদের ২ দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পটুয়াখালী পলিটেকনিক ক্যাম্পাসসহ ও এর আশ পাশের এলাকা রনক্ষেত্রে পরিনত হয়েছে।

আজ রবিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত পাওয়া খবরে শিক্ষার্থীসহ আহত হয়েছে শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে বিক্ষোভ কারীদের উপর ১০০ রাউন্ড রাবার বুলেট চালায় পুলিশ।

পুলিশের অভিযানে ছাত্ররা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে যানবাহনে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় ক্যাম্পাস থেকে ছাত্ররা বের হয়ে সড়কে গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করে দেয় এবং আনসার ক্যাম্প সড়ক, তিতাস সিনেমা মোড়, সবুজবাগ মোড়, সবুজবাগ ৬, ৭, ৮, ৯ নং লেন, সরকারি কলেজের পিছনের গেটসহ বহু এলাকায় অবস্থান নিয়ে ছাত্ররা স্কয়ার গ্রুপের একটি পিকআপ ভ্যান, একটি মাইক্রোবাস, ২০টি অটোরিক্সা ও ১২টি রিক্সায় ভাংচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমান সদস্য মোতায়েন করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.