আমাদের কথা খুঁজে নিন

   

পটুয়াখালী জজ আদালত ভবনে দূর্ধর্ষ চুরি

পটুয়াখালী জেলা দায়রা জজ ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নেজারত শাখা, জিআরও অফিস, রেকর্ড রুমসহ ৪টি কক্ষে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গতকাল গভীর রাতের যে কোন সময় এ চুরি সংগঠিত হয় বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় জেলা জজ কোর্টের নাজির বাদি হয়ে মামলা করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৬ নৈশ প্রহরীকে আটক করেছে সদর থানা পুলিশ। তবে আদালতের ৪টি কক্ষ থেকে কি পরিমান মালামাল বা নথিপত্র চুরি হয়ে খোয়া গেছে তা খতিয়ে না দেখে জানাতে পারেনি কর্তৃপক্ষ।

পটুয়াখালী জেলা জজকোটের্র নাজির প্রানেশ কুমার সরকার জানান, সকালে কোর্ট ভবনে উপস্থিত হয়েই দেখতে পাই আদালত ভবনের ৩টি কক্ষের দরজার তালা ভাঙ্গা ও একটি কক্ষের গ্রীল কাটা। চোরেরা কক্ষ গুলোর আলমীরা ভেঙ্গে ফাইল সমেত কাগজ-পত্র তছনছ করে রাখা।

জেলা জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা এম.ডি হায়াতুল হক জানান, রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটানো হয়েছে। রাতে ৬ জন নৈশ প্রহরী ডিউটিতে ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল হক জানান, আটক নৈশ প্রহরীদের জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.