আমাদের কথা খুঁজে নিন

   

"সুন্দরবনের পশু সমাজের মিটিং এর সম্প্রচার"



বাঘ মশাই আজকে খুবই গম্ভীর। একটু পরেই শুরু হবে মিটিং। শিয়াল এখনো আসে নি। শিয়াল দৌড়ে এসে পৌছালো। সাথে সাথে বাঘ ধমক দিয়ে বলল, কচ্ছপের দেরী করার কথা; কিন্তু ও সময় মত এসেছে আর তুমি করলা দেরী।

শিয়ালঃ আসলে হূজুর আমি খবর পেয়েছি একটু আগে। বাঘঃ আচ্ছা থাক ওসব। এখন বল কার কী প্রস্তুতি। টিয়াঃ আমি এখনো নতুন বাসা খুঁজে বের করতে পারি নি। বুঝতেসি না কী করব।

বানরঃ হূজুর,আমি ওপারে চলে যাব ঠিক করেছি। আপনিও যাবেন সাথে? বাঘঃ আমার এম্নিতেই বড় এলাকা নিয়ে থাকতে হয়। এখন হঠাত এলাকা সংকোচনের পাশাপাশি জানের ভয়ও বেড়েছে। ওপারে যেতে মন সায় দিবে না। কারন আমার নামের সাথেই "বেঙ্গল" জুড়ে আছে।

এখানেই থাকবো। হয়ত জীবিত, নয়ত মৃত। সাপঃ আমার তো গ্রামের দিকে যাওয়া ছাড়া কোন উপায় নাই। কিন্তু সেখানে মানুষের ভয় সবচেয়ে বেশি। দেখেলেই মেরে ফেলবে।

শুশুকঃ আমাদের সংখ্যা এম্নিতেই কম। তার উপর পানি দূষন হলে এই যাত্রায় হয়ত আর টিকতে পারবো না। বিলুপ্ত হয়ে যাব আমরা। শুশুকের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। সবাই জানে কী ঘটতে যাচ্ছে ওদের ভাগ্যে, কিন্তু কিছুই করার নেই তাদের।

খরগোশ কোন কথা বলতে পারে না; শুধু মনে মনে ভাবে, "মানুষ এতো আগ্রাসী আর হিংস্র কেন?"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।