আমাদের কথা খুঁজে নিন

   

আসছে 'উধাও'

শহরে গাঢাকা দেয় কিছু মানুষ। আবার এমন মানুষও আছে এই শহরে,

যারা এ সব গাঢাকা দেওয়া মানুষগুলোকে খুঁজে বের করে ফেরত নিয়ে যায় তাদের পরিবারের কাছে। বিনিময়ে পায় নগদ টাকা। স্কুলভ্যান-চালক বাবু সে রকমই একজন। একদিন বাবু শহরের এক ধনী ও প্রভাবশালী ব্যক্তিকে অপহরণ করে।

কিন্তু এবার তিনি কোনো টাকার জন্য অপহরণ করেননি। এখান থেকেই শুরু হয় ড্রামা-থ্রিলারধাঁচের চলচ্চিত্র উধাও'র গল্প। ছবিটির কাহিনী ও চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অমিত আশরাফ। গত এক বছরে ছবিটি ২০টি আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছে। ছবিটি এখন পর্যন্ত সাতটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।

আগামী ৪ অক্টোবর ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেঙ্ ও বলাকা সিনেওয়ার্ল্ডে। ছবিতে অভিনয় করেছেন শাকিল আহমেদ, শাহেদ আলী, অনিমেষ আইচ, ঋতু সাত্তার, নওশাবা প্রমুখ।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.