১. ব্যক্তিজীবনে নিবেদিতা কী ছিলেন?
ক. স্বদেশি আন্দোলনকারী
খ. ধাতী দেবতা
গ. ভারতীয় নারী জীবনের প্রতীক
ঘ. লোকমাতা
২. মহীয়সী নারীদের মূল লক্ষ্য কী?
ক. মানবসেবা খ. সম্পদ অর্জন
গ. বিদ্যা অর্জন ঘ. ধর্মচর্চা
৩. ভারতীয় নারীজীবনের প্রতীক হিসেবে বিখ্যাত_
ক. মাদার তেরেসা খ. ইন্দিরা গান্ধী
গ. মার্গারেট ঘ. বেগম রোকেয়া
৪. নিবেদিতার স্বাস্থ্য ভেঙে পড়ে কেন?
ক. অন্নের অভাবে খ. অসুখের কারণে
গ. বয়সের কারণে
ঘ. কঠোর পরিশ্রমের কারণে
৫. তপস্বী ব্রহ্মচারী হিসেবে কার সাদৃশ্য রয়েছে?
ক. স্যামুয়েল খ. স্বামী গোবিন্দানন্দ
গ. মার্গারেট ঘ. স্বামী প্রণবানন্দ
৬. হিন্দুরা সৃষ্টিকর্তাকে কী বলে?
ক. আল্লাহ খ. ঈশ্বর গ. রব ঘ. গড
৭. মুসলমানরা সৃষ্টিকর্তাকে কী বলে?
ক. আল্লাহ খ. ঈশ্বর গ. ভগবান ঘ. গড
৮. হিন্দুরা উপাসনালয়কে কী বলে?
ক. মন্দির খ. মসজিদ গ. গির্জা ঘ. প্যাগোডা
৯. খ্রিস্টানরা উপাসনালয়কে কী বলে?
ক. মসজিদ খ. মন্দির গ. মাদ্রাসা ঘ. গির্জা
১০. ধর্মীয় সাম্য বজায় রাখলে তার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় কী?
ক. একতা খ. বন্ধু গ. ভাই ঘ. বোন
১১. সকল ধর্মের মানুষ একে অপরের কী?
ক. শত্রু খ. সততা গ. নিষ্ঠা ঘ. সম্প্রীতি
১২. ঈশ্বর, গড, আল্লাহ এগুলো কার বিভিন্ন নাম?
ক. দেবদেবীর খ. সৃষ্টিকর্তার
গ. মানুষের ঘ. মুনি-ঋষির
১৩. মত ও পথের পার্থক্য থাকলেও ধর্মের মূল লক্ষ্য_
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
১৪. সকল ধর্মই কী চায়?
ক. জীব ও জগতের মঙ্গল খ. নিজের মঙ্গল গ. ঈশ্বরের সুদৃষ্টি ঘ. ঈশ্বরের কৃপা
১৫. মানুষ মানুষকে কিসের দৃষ্টিতে দেখবে?
ক. ভাইয়ের খ. আত্দীয়ের
গ. সদভাবের ঘ. সমতার
১৬. কীভাবে ধর্মীয় সাম্যবোধ জাগ্রত হবে?
ক. জীবসেবায় খ. সর্বভূতে
গ. দেশপ্রেমে ঘ. পূজা-অর্চনায়
১৭. কোনো ধর্মকে অবহেলা করা উচিত নয় কেন?
ক. বিশৃঙ্খলা দেখা দেবে বলে
খ. মনোমালিন্য দেখা দেবে বলে
গ. শ্রদ্ধাবোধ কমে যাবে বলে
ঘ. সকল ধর্মের মূলকথা এক বলে
১৮. আমরা যে কারণে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করব_
ক. সকল ধর্মের মানুষ একই ঈশ্বরের সৃষ্টি বলে
খ. সকল ধর্মের মানুষ কাপড় পরে বলে
গ. সকল ধর্মের মানুষ খাদ্য গ্রহণ করে বলে
ঘ. সকল ধর্মের মানুষ পড়াশোনা করে বলে
১৯. ধর্মীয় সাম্যবোধ জাগ্রত হওয়ার ফলে_
ক. পৃথিবী হবে শান্তিময় ও আনন্দময়
খ. শ্রদ্ধাবোধ বৃদ্ধি পায়
গ. সহনশীল হতে শেখায়
ঘ. ধর্মে বিশ্বাস স্থাপন হয়
২০. মানুষের মানুষের কোনো পার্থক্য করা উচিত নয় কেন?
ক. একই ঈশ্বরের সৃষ্টি বলে
খ. সবাই মানুষ বলে
গ. সবার মনোষ্যত্ব এক বলে
ঘ. সবাই মুখে কথা বলার কারণে [চলবে]
উত্তরমালা : ১.গ ২.ক ৩.ক ৪.ঘ ৫.ঘ ৬.খ ৭.ক ৮.ক ৯.ঘ ১০.গ ১১.ঘ ১২.ক ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.খ ১৭.ঘ ১৮.ক ১৯.ক ২০.ক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।