বন্ধুরা আমাকে বলে প্রযুক্তি-অশিক্ষিত। কথাটা একেবারেই সত্যি। ছোটবেলা থেকে একটাই নেশা। গল্পের বইয়ের পোকা ছিলাম। পড়ার বই রেখে গল্পের বই পড়তে গিয়ে স্যারের হাতে আমার চেয়ে মার বেশী কেউ খায়নি এটা চ্যালেঞ্জ করেই বলতে পারি।
যাই হোক বেশ কিছুদিন ধরেই দেখছি আমাদের দেশে এমন কিছু সার্ভিস চালু হয়েছে যেটা আসলেই 'সুপার লাইক' পাওয়ার মত। অদ্ভুত এই অভিজ্ঞতাটা হয়েছে গত জুলাই মাসে। গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছি। রাতে ফোনে কথা বলছি। আগেই বলে রাখি আমি 'নাইট টকার'।
কথা বলতে বলতে হঠাত ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে। বাইরে এমন ঘুটঘুটে অন্ধকার যে শুধু যাওয়ার কথা মনে করলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো ঢাকায় এক বন্ধুর কাছে ফোন করলাম যাতে রিচার্জের ব্যাক-আপ টা যদি পাওয়া যায়। মনে মনে যা ভাবছিলাম তাই হল। শালা হাঁড়কিপ্টা একটা ফুটা পয়সাও খরচ করলনা আমার জন্যে।
কিন্তু আমাকে বুদ্ধি দিলো আমার বিকাশ অ্যাকাউন্ট দিয়েও রিচার্জ করা যাবে। ভাবলাম আমাকে ভুজুং-ভাজুং দিচ্ছে। পরে যা শুনলাম তাতে আমাদের দেশে ব্যাপারটা অভাবনীয়ই মনে হল। paypoint.com.bd নামে আমাদের দেশেই এক ওয়েব পোর্টাল আছে যেখানে সাইন-আপ করে রিচার্জ করা যাবে কোন অতিরিক্ত চার্জ ছাড়াই। আমার একটা অ্যাকাউন্ট খুলে ও নিজেই।
সেই শুরু হল আমার আলসেমি। টপ-আপ করতে এখন আর বাইরে যাই না। এই paypoint পোর্টাল থেকেই ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস কিনলাম, টেলিটক থ্রি-জি মোডেম কিনলাম। আরো অবাক হলাম যখন দেখলাম বাংলাদেশ আর্মিও তাদের সাথে আছে। ছোটভাইকে বাংলাদেশ আর্মির ফর্ম ফিল-আপ করিয়ে দিলাম।
এখনতো ছোট ভাই বাবাকে বলে দেয়, দুবাইতে বসেই বাবা paypoint.com.bd থেকে ওর বাংলালিংক নাম্বার রিচার্জ করে দেয়।
গত সপ্তাহে দেখলাম স্যামসাং ও যোগ দিয়েছে ওদের সাথে। ওদের মোবাইল নাকি ঘরে বসেই কেনা যাবে। মাস্টারকার্ড, ভিসা, ডিবিবিএল নেক্সাস/মোবাইল ওয়্যালেট, বিকাশ, কিউক্যাশ এগুলোর যে কোন একটি অপশন থাকলেই কেনা যাবে।
দেশ এখন অনেক এগিয়ে গেছে।
আর যখন দেখি আমার মত প্রযুক্তি-অন্ধ মানুষরাও এখন এই পোর্টালগুলোর কল্যানে চোখ খুলতে শুরু করেছে তখনতো আরো বেশী ভালো লাগে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।