রাজধানীর মগবাজারে মো. সাকের (৪৫) নামে এক ঠিকাদারকে গুলি করেছে সন্ত্রাসীরা। রোববার রাত পৌনে ১১টায় মগবাজার এলাকার বাটার গলিতে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রোববার রাত পৌনে ১১টায় মগবাজারের ২৭৬ নাম্বার বাসার সামনে রাজ্জাক মিয়ার চায়ের দোকানে চা খাচ্ছিলেন সাকের। হঠাৎ তিন যুবক মোটরসাইকেলযোগে এসে প্রথমে তাকে গালিগালাজ করে।
পরে ওই এলাকার লোকজনকে সেখান থেকে হুমকি দিয়ে সরিয়ে দেয়। এ সময় সাকের দৌড় দিলে পেছন থেকে তাকে গুলি করা হয়। পরে মোটরসাইকেলযোগে তারা দ্রুত পালিয়ে যায়। এসময় সাকেরের পেটে ও পায়ে গুলি লাগে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কোটি টাকার টেন্ডারের জের ধরে তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে।
মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ২৪ ঘণ্টার পর এ ঘটনা ঘটল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।