আজকের সমাজের মেয়েদের মতি গতি বোঝা দায়, তারা যে কি চায় আল্লায় ভাল জানে।
আরে ভাই কি বলবো। আমার পরিচিত একটি মেয়ে, মানে বন্ধু! বলতে পারেন, যার নাম রিমি। এইচ এস সি ২য় বর্ষে পড়ছে।
ও একটা ছেলেকে ভালবাসতো।
ওকে ভাল কথা, ভালবাসা খারাপ কি!! পরে দেখলাম ছেলেটি নেশায় আসক্ত। রিমিকে বললাম, তুমি কি জান ছেলেটি মদ্য পানে আসক্ত? ও বলল জানি।
ও মাই গড। তুমি কিছু বলনি,
-না বলিনি।
আচ্ছা তোমার সাথে রিলেশানের আগ থেকেই কি এটা করত নাকি এর পর হতে?
-না আগ থেকেই
প্রথম কিভাবে তোমার সাথে রিলেশান হয়েছিল?
-ও আমাকে অনেক ফলো করতো, পরে এক সময়..................।
তুমি কি ছেলেটার মদ খাওয়াকে খারাপ মনে করনা?
-না করিনা, খুব বিরক্ত হয়ে বলল।
ওকে বিয়ে করতে চাও?
-হ্যা অবশ্য চাই
তুমি কি মনে কর না যে সে বিয়ের পরও নেশা করে যাবে, এবং এটা সে এত সহজে ছাড়বে না ।
-এতে আমার কিছু আসে যায় না, তবে আমার ভালবাসা দিয়ে
ওকে ফিরিয়ে আনবো।
যদি ফিরে না আসে?
-তবে আমিও ওর সাথে মদ খাওয়া শুরু করবো।
ওরে বাবা বলে কি.।
আমি মনে মনে ভাবছি এমন মেয়েও কি আছে যারা চায় তাদের লাভার ধূমপান আর মদ পান করবে.।
চলবে..............।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।