যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের একটি কুকুরের নাম বাক। চলতি মাসের শুরুতে দুর্বৃত্তরা তার মাথা ও মুখমণ্ডলে গুলি করে। এতে মুখমণ্ডলসহ দু’চোখে প্রচণ্ড চোট লাগে তার। এ অবস্থায় একটি ব্যাগে করে কুকুরটিকে আবর্জনা স্তূপে ফেলে রাখে দুর্বৃত্তরা। ফলে কেউ ভাবতে পারেনি যে বাক সেরে উঠবে।
গত বৃহস্পতিবার নর্থ হাস্টন ভেটেরিনারি ক্লিনিকে কুকুরটির চোখ ও মুখমণ্ডলে অস্ত্রোপচার হয়। চিকিত্সায় ব্যয় হয় প্রায় চার লাখ টাকা। বাকের চিকিত্সা ব্যয় নির্বাহ করে সে দেশের একটি ফেইসবুক টিম। তারা সামাজিক মাধ্যম ফেইসবুকে প্রচারণা চালিয়ে পুরো ব্যয় জোগাড় করে। আর এ পুরো কাজে সামনে থেকে দায়িত্ব পালন করেছেন এক মমতাময়ী নারী তামি অগাস্টিন।
তিনি প্রথমে কুকুরটিকে উদ্ধার করে ওই ক্লিনিকে ভর্তি করেন। চিকিত্সকরা তাকে জানান, বাককে বাঁচাতে হলে অস্ত্রোপচার করানোর বিকল্প নেই। কারণ তার দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তামি গতকাল জানান, বাক এখন বিপদমুক্ত। সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।