আমাদের কথা খুঁজে নিন

   

সার্জারির অজুহাতে বিদেশ পালানোর অভিযোগ মুশাররফের বিরুদ্ধে

পাকিস্তানের সাবেক প্রিসিডেন্ট পারভেজ মুশাররফকে বাইপাস সার্জারির জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। তবে তার অবস্থা আপাতত স্থিতিশীল। এরমধ্যেই দেশদ্রোহিতার মামলায় অভিযুক্ত মুশাররফ চিকিৎসার অজুহাতে দেশ ছাড়তে চাইছেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সৌদি পররাষ্ট্র মন্ত্রীর আসন্ন পাকিস্তান সফর এই জল্পনা আরও উস্কে দিয়েছে।

গত বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন মুশাররফ।

তারপরেই তাকে রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় তার বিরুদ্ধে ইসলামাবাদের বিশেষ আদালতে দেশদ্রোহিতার মামলা চলছে। দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে মুশাররফের। ইতিমধ্যেই তার বিরুদ্ধে বারংবার আদালতে হাজিরা এড়িয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন সরকারপক্ষের আইনজীবী।

এদিকে, মুশারফের নিরাপদে পাকিস্তান ছেড়ে যাওয়া সুনিশ্চিত করতেই সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই সফর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।