আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০১৩

 

২০. মানুষের মানুষের কোনো পার্থক্য করা উচিত নয় কেন?

ক. একই ঈশ্বরের সৃষ্টি বলে

খ. সবাই মানুষ বলে

গ. সবার মনষ্যত্ব এক বলে

ঘ. সবাই মুখে কথা বলার কারণে

২১. ধর্মীয় সাম্য রক্ষা করে চলার যথার্থ কারণ কি হওয়া উচিত?

ক. সকলের মঙ্গল সাধনের জন্য

খ. ধর্মীয় বিশ্বাস স্থাপনের জন্য

গ. মমত্ববোধ জাগ্রত করার জন্য

ঘ. শ্রদ্ধা পোষণের জন্য

২২. ঈশ্বরের একত্ব ও ধর্মীয় সাম্যে গভীর বিশ্বাস রেখে আমরা বলব_

ক. সবার উপরের ঈশ্বর সত্য

খ. সবার উপরে মানুষ সত্য

গ. মমত্ববোধ জাগ্রত করার জন্য

ঘ. শ্রদ্ধা পোষণের জন্য

২৩. আমরা আমাদের কোনো শিক্ষকের সম্মুখীন হলে তাকে কী করি?

ক. সমাদর করি খ. স্মরণ করি

গ. এড়িয়ে চলি ঘ. প্রণাম করি

২৪. আমরা ছোটদের কী করি?

ক. ধমক দেই খ. শাসন করি

গ. আদর করি ঘ. প্রণাম করি

২৫. 'শিষ্ট' কথাটির অর্থ কি?

ক. ভদ্র খ. ব্যবহার

গ. আচার ঘ. শিষ্টাচার

২৬. স্বর্গ থেকে নেমে আসার সময় দেবর্যি নারীদের হাতে কি ছিল?

ক. তবলা খ. কুঠার গ বীণা ঘ. বন্দুক

২৭. কে শিষ্টাচারের আদর্শ প্রকাশ করেছেন?

ক. নরেন খ. বিষ্ণু

গ. স্বামী বিবেকানন্দ ঘ. ভগবান শ্রীকৃষ্ণ

২৮. কে স্বয়ং ভগবান?

ক. রাবণ খ. গণেশ গ. শ্রীকৃষ্ণ ঘ. বিষ্ণু

২৯. মানুষের মন জয় করা যায় কীভাবে?

ক. কথার দ্বারা খ. অর্থের দ্বারা

গ. জ্ঞানার্জনের দ্বারা ঘ. শিষ্টাচারের দ্বারা

৩০. নম্র-ভদ্র আচরণকে কী বলে?

ক. শিষ্টাচার খ. সহমর্মিতা

গ. পরমতসহিষ্ণুতা ঘ. সংহতি

৩১. ধার্মিক ব্যক্তির চরিত্রের অন্যতম প্রধান গুণ কোনটি?

ক. সহযোগিতা খ. সহভাগিতা

গ. শিষ্টাচার ঘ. সংহতি

৩২. কারো প্রতি শিষ্টাচার প্রদর্শন করার অর্থ কী?

ক. ঈশ্বরের প্রতি শ্রদ্ধা পোষণ

খ. দেবদেবীর প্রতি শ্রদ্ধা পোষণ

গ. প্রভুর প্রতি শ্রদ্ধা পোষণ

ঘ. সকলের প্রতি শ্রদ্ধা পোষণ

৩৩. প্রতিদিনের আচরণে কী থাকবে?

ক. শিষ্টাচার খ. ক্রোধ

গ. অভিমান ঘ. বিরোধিতা

৩৪. দ্বাপর যুগে ভগবান কীভাবে পৃথিবীতে নেমে এসেছিলেন?

ক. আত্দারূপে খ. শ্রীকৃষ্ণরূপে

গ. দেবতারূপে ঘ. দেবর্যিরূপে

৩৫. নারদকে দেখে শ্রীকৃষ্ণ উঠে দাঁড়ালেন কেন?

ক. শিষ্টাচারের জন্য

খ. পরমসহিষ্ণুতার জন্য

গ. স্বর্গ থেকে আসার জন্য

ঘ. দয়া দেখানোর জন্য

৩৬. ভগবান পৃথিবীতে নেমে আসেন কেন?

ক. ভগবানের মঙ্গলের জন্য

খ. ঈশ্বরের মঙ্গলের জন্য

গ. জীবের মঙ্গলের জন্য

ঘ. বেদীর মঙ্গলের জন্য

৩৭. আমরা শুধু সকল ধর্মকে সহ্য করি না, সকল ধর্মকেই সত্য বলে বিশ্বাস করি।- এ উক্তিটির মাধ্যমে প্রকাশ পেয়েছে_

ক. শিষ্টাচার খ. পরমসহিষ্ণুতা

গ. আত্দ অহংকার

ঘ. নিজধর্মের প্রতি ভালোবাসা

৩৮. পাঠ্যবইয়ের শ্যামল আর শামীমার সম্পর্ককে তুমি কী হিসেবে চিহ্নিত করবে?

ক. সহপাঠী খ. খেলার সাথী

গ. ভাইবোন ঘ. আত্দীয়

৩৯. 'ক' আমেরিকার শিকাগো শহরে এক ধর্মসভায় পরমতসহিষ্ণুতার আদর্শ তুলে ধরেছিলেন। 'ক' এর সাথে সাদৃশ্য রয়েছে_

ক. স্বামী প্রণবানন্দের খ. ভহিনী নিবেদিতার

গ. রানি রাসমণির ঘ. স্বামী বিবেকানন্দের

৪০. অতিথি ব্রাহ্মণ ছিলেন খুবই_

ক. হিংস্র খ. সরল গ. জ্ঞানী ঘ. ক্ষুধার্ত

 

উত্তরমালা : ২০.ক ২১.ক ২২.খ ২৩.ঘ ২৪.গ ২৫.ক ২৬.গ ২৭.ঘ ২৮.গ ২৯.ঘ ৩০.ক ৩১.গ ৩২.ক ৩৩.ক ৩৪.খ ৩৫.ক ৩৬.গ ৩৭.খ ৩৮.ক ৩৯.ঘ ৪০.ঘ।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.