এ বিষয়ে আসাদ চৌধুরী গ্লিটজকে বলেন, “এর আগেও আমি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে এ ধরনের অনুষ্ঠানে আমার উপস্থাপনা এই প্রথম। ”
তিনি আরও বলেন, “রাতে ঢাকার আবহাওয়া আমার কাছে খুব ভালো লাগে। চারপাশের পরিবেশ তখন অনেক শান্ত থাকে। রাত বিরাতে অনুষ্ঠান উপস্থাপনার জন্য এখন নিয়মিত রাতে বের হতে হবে।
বেশ উপভোগ্য হবে বিষয়টা। আশা করি, অনুষ্ঠানটি দর্শকের ভালো লাগবে। ”
কাওনাইন সৌরভের প্রযোজনায় বাংলাভিশনে আগামীকাল রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে ‘রাত বিরাতে’র প্রথম পর্ব।
সৌরভ অনুষ্ঠানটি সম্পর্কে বলেন, “প্রথম পর্বের অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মনিরুল ইসলাম কথা বলেছেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্য এবং তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে। এছাড়াও, উপস্থাপকের সঙ্গে তার স্মৃতি বিজরিত নানা স্থানে বেড়িয়েছেন তিনি; সেসবও তুলে ধরা হবে পর্বটিতে।
”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।