আমাদের কথা খুঁজে নিন

   

উপস্থাপনায় মৌটুসী

পরিচালক মাসুদ সেজানের প্রতি মৌটুসী বিশ্বাস এই সময়ে একটু বেশিই কৃতজ্ঞ। কারণ তার নির্দেশনায় বিজয় দিবসের বিশেষ নাটক 'কাকতাড়ুয়া'য় আকলিমা চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন। নাটকটি গত বিজয় দিবসে বাংলাভিশনে প্রচার হওয়ার পর দেশ বিদেশ থেকে ব্যাপক সাড়া পান মৌটুসী বিশ্বাস। এর আগে কোনো নাটকে অভিনয়ের জন্য তিনি এত সাড়া পাননি।

সত্যিই তাই, যারা মৌটুসী অভিনীত এ নাটকটি দেখেছেন তারা প্রত্যেকেই তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন।

আর এ কারণেই পরিচালক মাসুদ সেজানের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে মৌটুসী বিশ্বাস পঞ্চমবারের মতো উপস্থাপনা শুরু করেছেন। 'আরএফএল হোম মেকার অব দ্য ইয়ার' নামক একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। আজ রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল টোয়েন্টি ফোর-এ এটি প্রচার হবে।

মৌটুসী বলেন, উপস্থাপনায় আমি সবসময়ই সহজাত থাকার চেষ্টা করি যেন অনুষ্ঠানটি প্রাণবন্ত মনে হয়।

নতুন অনুষ্ঠানটিতে আমার উপস্থাপনা আশা করি, দর্শকের ভালো লাগবে। ২০০০ সালে একুশে টিভিতে প্রচারিত 'অ্যাডভেঞ্চার বাংলাদেশ' অনুষ্ঠানে মৌটুসী বিশ্বাস প্রথম উপস্থাপনা করেন। এরপর এনটিভির 'প্রিয় মুখ', টোয়েন্টি ফোর-এর 'সার্কেল দ্য গ্লোব' এবং মাছরাঙার একটি অনুষ্ঠানে উপস্থাপনা করেন চলতি বছরই। এদিকে মৌটুসী বিশ্বাস আলী ফিদা একরাম তোজার পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক 'ফ্যামিলি প্যাক'-এর কাজ শুরু করেছেন। খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছেন গৌতম কৈরীর পরিচালনায় 'অপূর্বা' ধারাবাহিক নাটকের কাজ।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।