আমাদের কথা খুঁজে নিন

   

আসছে ... উদ্যোক্তা হাট। ৬-৭ অক্টোবর, ওমেন ভলান্টারি এসোসিয়েশন (WVA) অডিটরিয়াম (মেঘনা হলরুম), ধানমন্ডি-২৭, ঢাকা।



বাংলাদেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ তরুন-যুবা। দুঃখের বিষয় হল, এদের একটি বড় অংশেরই কোন কাজ নেই, কর্মসংস্থান নেই। দেশের বেকার জনগোষ্ঠীর সংখ্যা প্রায় তিনকোটি। প্রতিবছরই কর্মবাজারে নতুন ২১ লক্ষ তরুন-তরুনী যুক্ত হচ্ছে। সরকারি চাকরির মাধ্যমে যে এই সমস্যার সমাধান সম্ভব নয় তা প্রায় সবাই জানেন।

বিশ্বব্যাপী এগিয়ে যাওয়া ও অগ্রসরমান দেশগুলো এই সমস্যার সমাধান করেছে লক্ষ লক্ষ উদ্যোক্তা তৈরি করে। এই সকল ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোক্তারা একই সঙ্গে দেশজ উৎপাদন যেমন বাড়ান তেমনি তারা কর্মসংস্থানের সুযোগও তৈরি করেন। বাংলাদেশের মতো জনবহুল দেশে এসএমই সেক্টরের উন্নয়ন, নারীদের অধিক হারে স্ব-কর্মসংস্থানে উৎসাহী করে তুলতে পারলে কর্মসংস্থানের একটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। তবে, বাংলাদেশে উদ্যোক্তাদের পথ সহজ নয়। বাজারজ্ঞানের অভাব, আর্থিক খাতে প্রবেশঅগম্যতা, মার্কেটিং দুর্বলতা, ভাষাজ্ঞানের দক্ষতার অভাব এবং সর্বোপরি সমাজে উদ্যোক্তা-বিরোধী পরিবেশ নতুন উদ্যোক্তাদের মোটেই উৎসাহ যোগায় না।

এই পরিস্থিতির উত্তরণ ঘটাতেই বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে “চাকরি খুঁজব না, চাকরি দেব” গ্রুপ কাজ করছে দুই বছরের অধিককাল থেকে । বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর উদ্যোগে এবং “চাকরি খুঁজব না চাকরি দেব" গ্রুপের আয়োজনে আগামী ৬-৭ অক্টোবর ধানমন্ডির ওমেন ভলান্টারি এসোসিয়েশনে (WVA) উদ্যোক্তা হাট অনুষ্ঠিত হবে। গ্রুপের উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার জন্যই উদ্যোক্তা হাটের আয়োজন। এই হাটে আগ্রহী উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবার পসরা সাজিয়ে বসবেন এবং দর্শক ও ক্রেতারা তা কিনতে পারবেন। প্রথমবারের মত অনুষ্ঠিত এই উদ্যোক্তা হাটে সবমিলিয়ে ২৫ টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

বিডি ভেঞ্চার ও ই-কুরিয়ারের সহযোগীতায় আয়োজিত হচ্ছে এই হাট। এছাড়াও হাটের আয়োজন সহযোগী বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এনড ইনফরেমশন সার্ভিস (বেসিস)। মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আপনপ্লাস, মেট্রোটেল, সফটকল (কমিউনিকেশন পার্টনার) এবং ইনফ্ল্যাক লিমিটেড (এসএমএস পার্টনার)। মেলার মিডিয়া পার্টনার বণিক বার্তা। কখন, কোথায় হবে : তারিখ : ৬-৭ অক্টোবর, ২০১৩ স্থান : ওমেন ভলান্টারি এসোসিয়েশন (WVA) অডিটরিয়াম (মেঘনা হলরুম), ধানমন্ডি-২৭, ঢাকা।

সময় : প্রতিদিন – সকাল ১০টা থেকে রাত ৮টা। আমরা আসছি ............. আপনারাও আমন্ত্রিত মুদ্রণ.কম (Mudron.com ) স্টল # ১৩ উদ্যোক্তা হাট উপলক্ষে আমাদের পক্ষ থেকে থাকসে ১০% ডিসকাউন্ট। আমরা আসছি বিভিন্ন ধরনের কাস্টম ফটো গিফট মগ নিয়ে। আমাদের ওয়েবসাইট থেকে http://www.mudron.com/Design-Your-Own অনলাইনে বসে নিজের অথবা প্রিয়জনের ছবি ও লেখা দিয়ে নিজেই ডিজাইন করে অর্ডার করতে পারেন সবচেয়ে আকর্ষনীয় গিফট মগ। অনলাইনে ডিজাইন করা খুবই সহজ।

অনলাইনে অর্ডার করুন আর পেয়ে যান হোম ডেলিভারি। আপনার মগ হাতে পেয়ে পেমেন্ট করুন (ঢাকার জন্য) আমাদের ওয়েব সাইটঃ http://www.mudron.com আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/eMudron

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.