সাধের টাকায় কেনা ল্যাপটপ যখন ওভারহিটেড হয়ে নস্ট হয়ে যায় কিংবা পুড়েও (কখনো কখনো ) যায় তখন তা সন্তানহারা কস্টের সমতুল্য হয়ে পড়ে। প্রায়ই সময় দেখা যায় যথাযথ যত্নের অভাবে অনেকের ল্যাপটপ নস্ট হয়ে পড়ে। সারারাত জেগে ফেসবুক, ইয়াহুতে চ্যাট করতে করতে ল্যাপটপ অন করেই ঘুমায়ে পড়ে অথবা টরেন্টে মুভি ডাউনলোড দিয়ে স্লিপ মোডে না দিয়ে ঘুম। পরদিনের সকালবেলা থেকেই তার দিনটা খারাপ যায়।
তাই আর দিন খারাপ না করে আপনার মূল্যবান ল্যাপটপটির যত্ন নিন।
১। ল্যাপটপকে ঠান্ডা রাখার প্রথম শর্ত হল ভেন্টিলেশন। অতিরিক্ত গরম ম্যালফাংশন, ক্র্যাশের কারন এবং তা হার্ডও্যারকেও শেষ করে দিতে পারে। যদিও ডেস্কটপের তুলনায় ল্যাপটপের ভেন্টিলেশন সিস্টেম অনেক অ্যাডভান্সড কিন্তু তা পরিষ্কার করা খুব একটা সোজা কাজ না। যখন ল্যাপটপ ব্যবহার করবেন খেয়াল রাখবেন যেন তার ভেন্টিলেশনের পথ বন্ধ না হয়ে যায়।
বালিশ, হাটু বা নরম কোন স্থানে রাখলে তার ভেন্টিলেশন সিস্টেম ব্লক হয়ে যাবার সম্ভাবনা থাকে।
২। যতক্ষণ না আপনি ল্যাপটপ অফ, হাইবারনেট কিনবা স্লিপ মোডে না করবেন ততক্ষন তা কোন চামড়া, প্লাস্টিক বা যেকোনো ম্যাটেরিয়ালসের ব্যাগে রাখবেন না।
৩। যদি ল্যাপটপ অত্যাধিক গরম হয়, তবে ল্যাপটপ কুলার কিনতে পারেন যা ল্যাপটপের নিচে থেকে গরম বাতাস বের করে নিয়ে ল্যাপটপকে ঠান্ডা রাখবে।
এগুলোর দাম ৫ হাজার থেকে শুরু করে ১৫ হাজারের মধ্যে পাওয়া যাবে। কোন ব্র্যান্ডেরটা কিনলে ভাল হবে তা আমি বলতে পারছিনা কারন আমার ল্যাপটপ কুলার ব্যবহার করার প্রয়োজন হয়না
৪। গরম বাতাসের নির্গমন পথ ধুলাবালি থেকে মুক্ত রাখলে তা আপনার ভেন্টিলেশন সিস্টেমকে সহায়তা করবে। ডেস্কটপে ধুলা,ময়লা পরিস্কার করা অনেক সহজ কিন্তু ল্যাপটপে ততটাই কঠিন। কিছু কম্প্রেসড এয়ারের ক্যান পাওয়া যায় যা ল্যাপটপের ধুলা, ময়লা পরিস্কার করে।
এগুলোর দাম পড়বে ৩৫০ টাকা।
যত্নের উপর কোন ভালো ঔষধ নেই, তাই সর্বোপরি আগে ল্যাপটপটির যত্ন নিন ভালভাবে। আশাকরি অনেকদিন টিকবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।