সমাজে ২ রকম মানুষ আছে । ১। যাঁদের কিছু বলার আছে ২। যাঁদের কিছু বলতেই হবে। আমি নিশ্চিত আমি প্রথম দলে ।
কারন আমি যা বুঝি না তা নিয়ে কথা বলি না । আজাইরা পিরিতের ধার ধারি না। যা সত্য তাই কই । আজকাল অনেকেই স্মার্টফোন ব্যবহার করেন। যাদের ফোনে ইন্টারনেট সংযোগ নেই এবং যাদের আছে উভয়ের জন্য এই পোস্ট ।
যারা আগে ভাগেই জানেন এই ব্যাপারে ,তাঁদের জন্য এই পোস্ট না।
আপনি যদি ল্যাপটপ ব্যাবহারকারী হয়ে থাকেন এবং ক্যাবল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যাবহার করেন সেই ক্ষেত্রে আপনি চাইলেই খুব সহজেই আপনার ল্যাপটপকে wi-fi হটস্পটে রুপান্তরিত করতে পারেন । অর্থাৎ আপনার ল্যাপটপকে আপনি ও আপনার বাসার মানুষজন wi-fi Router হিসেবে ব্যাবহার করতে পারবেন । এইজন্য আপনাকে যা করতে হবে তা হল একটি ছোট সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করতে হবে ।
ডাউনলোড করতে এইখানে ক্লিক করেন ।
এই সফটওয়্যারের সাহায্যে আপনি সর্বোচ্ছ ৪ টি পর্যন্ত ডিভাইসে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন । মুলত এই সফটওয়্যার আপনার ল্যাপটপের ভিতরের wifi adapter কে Router এ পরিনত করে।
wifi adapter লাগিয়ে আপনার ডেস্কটপ থেকেও এই সুবিধা নিতে পারেন ।
এখন আপনার স্মার্টফনের জন্য যে কোন সাইজের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন অপারেটরের ধীরগতির উচ্চমূল্যের ইন্টারনেট ছাড়াই ।
এমন কি আপনার বাসায় অন্য কারো wifi enabled ল্যাপটপ ডেস্কটপ থাকলে তার জন্য ও আলাদা করে ইন্টারনেট সংযোগের দরকার হবে না।
তবে ব্যাক্তিগত ভাবে আমি করতে বলব না। কারন একই ব্যান্ডউইথে ২ টি ল্যাপটপ চললে স্বাভাবিক ভাবে আপনার ব্রাউজিং গতি কমে যাবে । ( থুক্কু আপনার মানে আপনার ল্যাপটপের )
কিন্তু স্মার্টফোনের ক্ষেত্রে তেমন সমস্যা হবে না।
আমি এখন wifi ব্যাবহার করি , তাই দেশে থাকার সময়কার LAN connection এর ক্যাবলের ঝামেলা টা বুঝি । আর মোবাইলের ক্ষেত্রে অপারেটরের ইন্টারনেটের চেয়ে এইভাবে আপনি গতি বেশি পাবেন আর আপনার অ্যালাউঞ্ছ থেকে কে বি খরচ হবে না ।
ধন্যবাদ ।
লিঙ্ক - এইখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।