আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় দিবসে আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল একটা গিফট …. আপনার কম্পিউটার ও ল্যাপটপকে দিতে পারবেন বিজয়ের পরিপূর্ণ স্বাধ …

প্রথমে সবাই কে মহান বিজয় দিবসের শুভেচ্ছা । মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদ ও ৭১ রের পরবর্তি সময়ে মৃত্যু বরণকারী সকল যোদ্ধাদের বিদেহী আত্নার মগফেরাত কামনা করছি। বিজয়ের এই দিনে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের সেইসব জাতীয় বীরদের যাদের অকৃত্তিম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্খিত স্বাধীনতা। হানাদার বাহিনীর বর্বরতার দাঁতভাঙা জবাব দিয়ে বাংলার অকুতোভয় বীরযোদ্ধারা সেদিন আমাদের প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করেছিল। তাদের অসামান্য অবদানের ফলেই বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে আজ দাঁড়িয়ে আছে একটি স্বাধীন ভুখন্ড।

আর আমরা পেয়েছি একটি লাল সবুজ পতাকা। জয় বাংলা কিংবা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান যাই হোক না কেন...দেশ আর দেশের মানুষ ভাল থাকুক....বিজয় কে সঠিক ভাবে অনুভব ও উপলব্ধি করতে পারলেই হয়তো আজ আমার আরো ভালো থাকতাম ... আসলে দেশ বিজয় হয়েছে ঠিকই কিন্তু আমাদের নিজেদের হয় নি ...কারন নিজের কোন জিনিশের ক্ষতি মানুষ কখনো করতে পারে না ... যেদিন আমার দেশকে নিজের মনে করব সেইদিন হয়তো দেশের সব সমস্যা মিটে যাবে ... কারন তখন আমার প্রত্যেকে চাইব আমার নিজের জিনিসকে অর্থাৎ আমার দেশকে ভালো রাখতে ... শত হোক নিজের বলে কথা ۞۞۞۞۞۞۞۞۞
এবার আসি আপনাদের জন্য যে উপহার নিয়ে এসেছিলাম তার কথায় ... এই গিফটের কথা বলতে গেলে ত আমার এই গিফটের একটা কাহিনি শুনতে হবে ... দুই দিন আগে উইন্ডোজ ৮.১ এর জেনুইন করার জন্য বেশ কিছু এক্টিভেটর নামিয়েছিলাম ... এখন এই ফাইল গুলো টেস্ট করার জন্য এন্টিভাইরাস অফ করে একটা একটা করে টেস্ট করা শুরু করলাম ...
কিছুক্ষন পর দেখি কোন কারন ছারাই আমার পিসির র‍্যাম ও প্রসেসর খুব বেশি পরিমানে ব্যাবহার হচ্ছে ... যাই হোক গায়ে মাখলাম না ... কিছুক্ষন পর দেখি আমার ফোল্ডার অপশন ও কিছু গুরুত্বপূর্ণ অপশন কাজ করছে না ... চিন্তা করলাম না কারন আমি রেজেস্ট্রি থেকে ঠিক করতে পারব ... আরো একটা গুরুত্ব পূর্ণ সমস্যা দেখা দিল তা হলো আমার পিসি স্লো হয়ে গেল ও প্রসেসরের ফ্যান খুব জোরে ঘুরতে লাগল ... এইবার বাধ্য হয়ে এন্টিভাইরাস দিয়ে স্কান দিলাম ... শালায় কিছুই পাই নাই ... এরপর মাইক্রোসফটের সিকুরিটি এসেনশিয়াল ইন্সটল করলাম কিন্তু ভাইরাস পেল কিন্তু মারতে পারছে না হ্যাং হয়ে আছে ...। অনেক সিএমডি থেকে অনেক ট্রায় করলাম ফাইল গুলো ডিলেট করার কিন্তু কিছুই হলো না ... কয়েকটা এন্টিভাইরাস ট্রায় করলাম কিছুই হলো না ... হবে কি করে আমার সিস্টেম যে আক্রান্ত হয়ে আছে ... এন্টিভাইরাস ভাইরাস আক্রান্ত হওয়া থেকে প্রতিরোধ করতে পারে কিন্তু আক্রন্ত কোন সিস্টেমকে ঠিক করতে পারে না ... এখন এন্টিভাইরাস ইন্সটল এর ফলে দেখছি নতুন এই এন্টিভাইরাস গুলো আমার প্রোগ্রাম ফাইল সব দিলেট করে দিচ্ছে ভাইরাস বলে ...। এই মূহুরতে সেটাপ দেওয়া ইম্পসিবল ...
এখন নেট ঘেটে ঘেটে একের পর এক সমাধান খুজতে থাকলাম ... অনেক খুজা খুজি ও অনেক সফটওয়্যারে টেস্ট করার পর ... শেষপর্যন্ত সমাধান পেয়ে গেলাম... এখন আমার পিসি ঠিক আগের মত স্পীড ও সব সমস্যার সমাধান হয়ে গেছে ...।
সেই সমাধান ফাইলের নাম ট্রোজান কিলার এই সফটওয়্যারে কাজ দেখে আমি রিতিমত হতবাক ...।

আমি আপনারা সবাই আমার মত এই ধরনের সমস্যায় প্রায় পড়েন তাই আপনাদের জন্য এই সফটওয়ার নিয়ে আসলাম ...। এই সফটওয়্যারে দিয়ে যে কোন আক্রান্ত পিসিকে সম্পূর্ণ রিকোভার করা সম্ভব ...
সফটওয়্যারে ডাউনলোড লিঙ্কঃ http://www.fileswap.com/dl/ehP8XkL4cW/Trojan_Killer_2.1.9.9_By_tanbircox.zip.html
উপরের লিংক থেকে ডাউনলোড করতে সমস্যা হলে নিচের এই লিংক দেখুন http://d-h.st/lFm
ইন্সটল প্রসেসঃ প্রথমে ইন্সটল করুন তারপর সফটওয়ারটা ক্লোজ করুন ... ক্রা  ক ফোল্ডারের ভিতরের ফাইলে যেখানে ইন্সটল করেছেন অর্থাৎ "C:\Program Files\GridinSoft Trojan Killer\
এর মধ্যে পেস্ট করুন এবং রিপ্লেস চায় কিনা দেখুন ... যদি চায় তাহলে ঠিক যায়গায় পেস্ট করেছেন ... রিপ্লেস করুন ... এর পর সফটওয়্যারে ওপেন করে ... আমার দেওয়া টেক্সট ফাইল থেকে সিরিয়াল কি দিয়ে দিন ... এইবার কম্পিউটার স্কান দিয়ে বসে থাকুন সব কমপ্লিট হবার দেখবেন আপনার পিসি র সব সমস্যা সমাধান ...।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
সীমিত ইন্টারনেট প্যাকেজের ও নেটের স্লো স্পিড়ের জন্য যারা এই ই-বুক ও সফটওয়্যার গুলো ডাউনলোড করতে পারছেন না ...! অথবা যারা ব্যস্তাতার জন্য ডাউনলোড করার সময় পাচ্ছেন না…… অথবা এতগুলো বই একটা একটা করে ডাউনলোড করতে যাদের বিরক্তিকর মনে হয় … তারা নিচের লিংকে দেখুন …আশা করি আপনারা আপনাদের সমাধান পেয়ে যাবেন...... https://www.facebook.com/notes/জিরো-গ্রাভিটি/complete-solution-of-your-computer-all-genuine-windows-xclusive-software-bangla-/10152049959232103
অথাবা এক মেগাবাইটের এই বইটি ডাউনলোড করে দেখুন ...তাহলেই সব বুঝতে পারবেন http://sourceforge.net/projects/tanbir/files/Complete%20Computer%20Solutions%20%28Just%20read%20it%20once%29.pdf/download

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.