আমাদের কথা খুঁজে নিন

   

জেনারেল হবার সহজ উপায়! নতুন ব্লগারদের জন্য (৫টি পরামর্শ দুইটি ইললিগ্যাল)

আসছে নতুন প্রজন্ম , আসবে নতুন দিন !

নিঃসন্দেহে সামু সবচেয়ে জনপ্রিয় ব্লগ । এখানে প্রায় সবসময়ই “শ” এর বেশি ব্লগার এবং হাজার এর বেশি ভিজিটর অনলাইনে থাকে । এই হাজার ভিজিটর এর মধ্যে প্রতিদিনই কয়েকজন করে নতুন ব্লগার হচ্ছে । কিন্তু ব্লগার আইডি খুললেই তো আর লেখা প্রথম পাতায় আসবেনা বা মন্তব্য করার সুযোগ পাবে না তার জন্য ব্লগের নিয়ম অনুসারে কয়েক মাস অপেক্ষা করতে হবে। আমি কয়েকটা পরামর্শ দেবো হয়তো এতে অপেক্ষার সময় কিছুটা কমে আসতে পারে ।

আমি একজন নতুন ব্লগার । আমার গায়ে এখনও ওয়াচের গন্ধ । আমার পরামর্শ কতটা কজে লাগবে আমি শিয়োর না । নতুন ব্লগারদের মনের ব্যাথা আমি বুঝি । তাই এই ছোট্র প্রয়াস ১) ব্লগের নামটা খুবই গুরুত্বপূর্ণ তাই পারতো পক্ষে আপনার নিজের নামে ব্লগ আইডি খুলুন ।

যদি আপনার নামে আগে থেকেই আইডি থেকে থাকে তবে নামের টাইটেল আগে পিছনে করে চেষ্টা করেন তাতেই না হলে নামের সাথে আপনার কোনো প্রিয় সংখ্যা বসিয়ে দিন । যারা নিজের নাম প্রকাশ করতে চান না বিশেষ করে মেয়েরা তারা একটি সুন্দর নিক ব্যবহার করুন । মনে রাখবেন হেয়ালি করে বা মজা করে আজেবাজে নিক ব্যবহার করবেন না । কারন এটা পরে চেঞ্জ করা যায় না । আর আইডি দেখে ব্লগার সম্পর্কে মানুষ ধারনা করার চেষ্টা করে ।

২) ব্লগ খুলেই একটি পরিচয় মূলক পোস্ট দিন । যাতে অনান্য ব্লগাররা আপনাকে স্বাগতম জানাতে পারে । আমি অনেক নতুন ব্লগে গিয়ে স্বাগতম জানানোর জায়গা খুজে পাই না । যত বেশি পারেন অন্যের ব্লগ ভিজিট করুন । সম্ভব হলে সবার ব্লগে একবার করে হলেও যাবার চেষ্ট করুন এবং তাদের অনুসরন এ নিয়ে আসুন ।

পরে জেনারেল হলে বাদ দিয়ে দিয়েন । ৩) যতটা সম্ভব অনলাইনে থাকার চেষ্ট করুন । যত সময় অনলাইনে থাকবে ততো বেশি অনান্য ব্লগার রা আপনাকে চিনতে পারবে । প্রয়োজনে কম্পিউটার অনলাইনে রেখে বেড়াতে চলে যান বা ঘুমিয়ে পড়ুন । প্রথম এক মাসইতো একটু খরচ হবে ।

( নিচের পরামর্শ দুইটি চুপি চুপি বলি মডুরা শোনে ফেলতে পারে। আমি নতুন ব্লগার ভুই পাই) ৪) আপনার যে কোনো একটি পোস্ট ওপেন করুন । নিচের দিকে দেখেন এত বার পাঠিত লিখা আছে। ধরলাম ১১ বার , এবার F5 চাপেন কি দেখলেন ১২ বার পাঠিত এই ভবে চেপে চেপে আপনার প্রত্যেকটা পোস্টকে ৫০/৬০ বার পাঠিত বানিয়ে ফেলুন । পাঠিত চেঞ্জ হবার সাথে সাথে দেখুন আপনার মূল ব্লগে “ব্লগটি মোট এত বার দেখা হয়েছে” এটাও চেঞ্জ হয়ে গেছে ।

মোট ব্লগ দেখা হয়েছে এর পরিমান ৩০০ এর কাছি কাছি রাখুন । ৫) যেহেতু নতুন ব্লগার কাজেই পোস্টএ মন্তব্য কম আসবে বা আসবেই না , নো চিন্তা পোস্টের মধ্যে ইচ্ছে করে কিছু ইনফরমেশন বাদ রাখুন এবং মন্তব্যের ঘরে সেটা পূরণ করুন । এটা ভাই মার্জিত ভাবে করবেন যেনো দৃষ্টি কুটু না লাগে । এবার দেখেন মন্তব্য করেছেন / পেয়েছেন সংখ্যা আপনার বাড়তেছে । আরো কিছু বুদ্ধি আছে কিন্তু বলা যাবে না মডু মাইন্ড করতে পারে ।

এতো কিছুর পরও আপনাকে কমপক্ষে এক মাস দুই সপ্তাহ ধৈর্য্য ধরতে হবে তরপার হয়তো আপনার কপাল এমন থেকে এমন হয়ে যেতে পারে আমি ওয়াচে থাকা অবস্থায় মনের দুঃখে একটি পোস্ট লিখেছিলাম নিচে দেখতে পারেন । আমি যখন জেনারেল হবো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.