বাংলাদেশে বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মজিলার প্রথম নারী প্রতিনিধি (মজিলা রেপস) নির্বাচিত হয়েছেন তানহা ইসলাম। তিনি মজিলা বাংলাদেশের নবম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেন। ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার ফায়ারফক্স এবংএকই নামের অপারেটিং সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠান হলো মজিলা।
মজিলা রেপসের পাশাপাশিতানহা ফায়ারফক্সের আঞ্চলিক বিপণন দূত হিসেবেও কাজ কাজ করছেন। সোমবার আনুষ্ঠানিকভাবে মজিলা প্রতিনিধি হিসেবে তানহার নাম ঘোষণা করা হয়।
তানহা ইসলাম মজিলা বাংলাদেশের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন গত মার্চ থেকে। বর্তমানে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়াশোনা করছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করছেন।
তানহা প্রথম আলোকে বলেন, ‘আমরা শিগগিরই আমাদের বিশ্ববিদ্যালয়ে মজিলার বেশ কয়েকটি আয়োজন করব। পাশাপাশি মজিলার কার্যক্রমগুলোতে নারীদের অংশগ্রহণ বাড়াতে নতুন মিট-আপসহ আরও কিছু কার্যক্রম চালুর ইচ্ছা আছে।
’ তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট তানহা মজিলা বাংলাদেশে কাজ করার পাশাপাশি ওমেন মজিলা কার্যক্রম জোরদারের ব্যাপারেও কাজ করতে আগ্রহী। তানহার বাবা মো. মমিনুল ইসলাম ব্যবসায়ী এবং মা শারমিন সুলতানা গৃহিণী। —নুরুন্নবী চৌধুরী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।