আমাদের কথা খুঁজে নিন

   

বাড্ডা এলাকায় একজন 'ব্যাচেলর' প্রয়োজন

The only person u should try to be better than, is the person u were yesterday.

জানি সামু তে রুমমেট চাহিয়া পোষ্ট প্রদান করা মার্জনীয় অপরাধের সামিল। তথাপি কোনো উপায়ন্ত না দেখিয়া এই পোষ্ট উদ্যোগ নিলাম, তাছাড়া সামুর অবস্থায় যে অনেকটাই কাহিল তাহা হয়তো অনেকেই অবলোকন করিয়া থাকিবেন। কিছুদিন পর হয়তো 'গরু বিক্রি করা হইবে' শিরোনামে পোষ্টও আসিবে। সে যাহাইহোক, আমি নাদান এইবার না হয় কাজের কথায় আসি। মেরুল বাড্ডা এলাকায় মনোরম পরিবেশে ৬ তলার বাড়ীর সাড়ে ছয় তলায় ছাদের পাশ ঘেষে লাগোয়া একটি ফ্ল্যাটের একটি রুম ভাড়া দেওয়া হইবে।

বর্তমানে ঐ ফ্ল্যাটে আমার চার নাদান পরিন্দে চারবছর যাবত বসবাস করিতেছি। অতন্ত্য মনোরোম পরিবেশে বসবাস করিতেছি বিধায় উক্তবাসা ছাড়িতেও পারিতেছি না আমরা। ফ্ল্যাটের কিছু ফটো আপনাদের সামনে উপস্থাপন করিলাম। উক্ত ছবিখানা আমাদের বাসার লাগোয়া ছাদ হইতে তোলা হইয়াছে। সময় হইতেছে গিয়া আপনার বর্ষাকাল।

উক্ত ছবিখানা শীতকালে তোলা হইয়াছিল। এই ছাদে মাঝে মধ্যে আমরা ফটোশেশনও করিয়া থাকি। আবার মাঝে মধ্যে লেপ তোষক ও বাইড়াইয়া থাকি। রুমের ছবিঃ উপরের ছবিতে আপনারা যেই রুমখানা দেখিতে পারিতেছেন, এই রুমখানাই ভাড়া দেওয়া হইবে। মাসিক রুম ভাড়া (কারেন্ট বিল, গ্যাস বিল সহ): ৬০০০ (যদি দুইজন থাকে), ৫০০০ (যদি একজন থাকে)।

শর্তাবলীঃ ১। পরিষ্কার পরিচ্ছন্ন থাকিতে হইবে সবসময়। ২। রুমে বহিরাগতদের সহিত আড্ডা দেওয়া চলিবে না। (তবে মাঝে মধ্যে ক্ষেত্র বিশেষ এই শর্ত শিথিল করা হইবে, আবার পড়াশোনার খাতিরে কেউ আসিলে তাহাকে উক্ত সন্মান প্রদর্শন করা হইবে) ৩।

'বাপে পাঠাইতাছে, আমিও উড়াইতাছি' এই টাইপের মনোভাবাপন্ন লোকদেরকে উঠানো হইবে না। ৪। 'গরীব কিন্তু মেধাবী' ব্যাচেলর(দের) কে অগ্রাধিকার দেওয়া হইবে। প্রয়োজনে ক্ষেত্রবিশেষ তাহাদের উক্তভাড়ার কিছু অংশ মওকুফ করা হইবে (*শর্ত প্রযোজ্য) ৫। প্রতি মাসের ভাড়া উক্ত মাসের ৫ তারিখের মধ্যে যে করেই হোক দিতে হইবে।

উপরিউক্ত শর্তাবলীতে রাজি থাকিলে যোগাযোগ করিতে পারেন নিন্ম ঠিকানায়। সাব্বির আহমেদ, ০১৭১১ ২৮ ৩৭ ৩২ হাজী জাইনুদ্দিন লেন, মেরুল বাড্ডা, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।