১৭ বছর আগের ওই মামলায় দোষী সাব্যস্ত করার পর ঝাড়খন্ডের রাঁচির বিশেষ সিবিআই আদালত বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সাজা ঘোষণা করে।
দুর্নীতির দায়ের দণ্ডিত হওয়ায় ভারতের বর্ণময় এই রাজনীতিবিদকে তার সংসদ সদস্য পদ হারাতে হয়েছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের কারণে। একই কারণে আগামী ছয় বছর আর নির্বাচনেও দাঁড়াতে পারবেন না রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু, যিনি কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের একজন মিত্র হিসাবে পরিচিতি।
সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট এক আদেশে বলে, কোনো এমপি বা এমএলএ কোনো আদালতে দোষী সাব্যস্ত হলে এবং তাকে দুই বা তার বেশি বছরের কারাদণ্ড দেয়া হলে তাৎক্ষনিকভাবে তিনি সদস্য পদ হারাবেন।
৬৬ বছর বয়সী লালুকে গত সোমবার দোষী সাব্যস্ত হওয়ার দিনই কারাগারে পাঠানো হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।