আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী হওয়ার দিবাস্বপ্ন লালুর

পশুখাদ্য কেলেঙ্কারিতে সংসদ সদস্য পদ খুইয়েছেন। এমনকী শীর্ষ আদালতের নির্দেশে কোনও দিন ভোটেই দাঁড়াতে পারবেন না। তবুও প্রধানমন্ত্রী হওয়ার সাধ মেটেনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের। নিজের এই বাসনার কথা আরও একবার জানিয়েছেন তিনি।

কোনও রাখঢাক না রেখে আরজেডি সুপ্রিমো বলেছেন, আমিও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি।

আমার এই আশা পূরণের এখনও সম্ভাবনা আছে। সাম্প্রদায়িক শক্তিকে আটকানোর জন্য আমি কংগ্রেসের সঙ্গে জোট করেছি। নরেন্দ্রে মোদী এবং অরবিন্দ কেজরিওয়ালকে যে কোনওভাবে আটকানোই আমার একমাত্র লক্ষ্য।

একটি বেসরকারি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে লালু জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস ও লোক জনশক্তি পার্টি’র সঙ্গে জোট করছে আরজেডি।

তার নিজের ভাষায়, ‘আমরা কংগ্রেসের সঙ্গে জোট গড়তে চলেছে।

সাম্প্রদায়িক শক্তির হাত থেকে দেশকে রক্ষা করা এর লক্ষ্য। এলজেপি সুপ্রিমো রামবিলাশ পাসোয়ান এবং কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই।

উল্লেখ্য, কংগ্রেস নেতৃত্বাধীন প্রথম ইউপিএ সরকারে আরজেডি অন্যতম শরিক ছিল আরজেডি। দ্বিতীয় ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থন করছে লালুর দল। পশুখাদ্য কেলেঙ্কারিতে জেলে যাওয়ার জন্য এদিন কংগ্রেসকে অভিযুক্ত করেননি আরজেডি সুপ্রিমোর।

এ প্রসঙ্গে তার অভিমত, ‘রাহুল গান্ধীর জন্য আমি জেলে যায়নি। তাকে দোষ দেওয়া ভুল হবে। ’

সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে অস্তিত্বের সংকটে সম্মুখীন দাগি জনপ্রতিনিধিদের সংসদ সদস্য-বিধায়ক পদ রক্ষা করতে অর্ডিন্যান্স এনেছিল কেন্দ্র। কিন্তু রাহুল গান্ধীর আপত্তির জেরে এই অর্ডিন্যান্স প্রত্যাহার করে নেওয়া হয়।

তৃতীয় ফ্রন্টকে যোগ দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আরজেডি সুপ্রিমো জানিয়েছেন, তার দল এধরনের কোনও জোটে যোগ দিচ্ছে না।

‘তৃতীয় ফ্রন্টের সব সদস্য প্রধানমন্ত্রী হতে চায় বলে’ কটাক্ষ করেছেন তিনি।

আগামী লোকসভা ভোটে কংগ্রেস, বিজেপি, আপ এবং  আঞ্চলিক পার্টিগুলোর মধ্যে লড়াই হবে বলে বর্ষীয়ান এই রাজনীতিকের অভিমত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.