লোকসভা ভোটের নির্বাচনী কৌশল বদল করলেন রাহুল গান্ধী। এককভাবে নয়, ২০১৪ সালের লোকসভা ভোটে বিহারে লালুপ্রসাদের সঙ্গে জোট বেঁধে লড়বে কংগ্রেস। আজ দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে লালুপ্রসাদের এক বৈঠকে জোটের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। লোক জনশক্তি পার্টিও এই জোটে সামিল হবে বলে জানা গেছে।
সম্প্রতি পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত লালুপ্রসাদ জামিনে ছাড়া পাওয়ার পরই বিহার থেকে বিজেপিকে উৎখাত করার আওয়াজ তোলেন।
বিহারে লোকসভার মোট আসন ৪০। বর্তমান লোকসভায় রাষ্ট্রীয় জনতা দলের ৪ জন এবং কংগ্রেসের ২ জন সংসদ সদস্য রয়েছেন।
বিহারে ২০০৪ সালের লোকসভা ভোটে কংগ্রেস-লালুপ্রসাদ জোট খুবই ভাল ফল করে। কিন্তু ২০০৯ সালে সেখানে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস হাইকমান্ড। নির্বাচনের পর কংগ্রেসের আসন সংখ্যা নেমে আসে দুইয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।