জানানোর চাইতে জানার আগ্রহটা বেশি থাকা উচিত।
পরিবারে যখন নবজাতক আসে, সবাই কম বেশি ব্যস্ত থাকে সদ্য জন্ম নেয়া ছেলে বা মেয়েটির নাম কি হবে ! দাদা-দাদী, নানা -নানী থেকে শুরু করে অফিসের কলিগ সহ পাড়ার মসজিদের হুজুর, সবাই নামের ভাণ্ডারে রসদ জোগান। নামের অর্থ ভালো না খারাপ সেই বিশ্লেষণে যাবো না। নাম একটা হলেই হলো, তবে শুনতে ভালো ও বলায় সহজ হওয়াটাই শ্রেয়।
অনেকেই আরবী নাম রাখতে পছন্দ করেন।
যেমন আবু বকর, আব্দুস সালাম, আব্দুল জব্বার , আব্দুল মুত্তালিব, আবু হুরাইরা ইত্যাদি ইত্যাদি...। একটা উদাহরন দেই, ধরি বাবার নাম মিলন এখন মিলন সাহেব ছেলের নাম রাখলেন আবু নাসের। এখন ছেলের নাম বাংলায় হলো নাসেরের বাপ। বাহ যে ছেলে মাত্র জন্ম নিলে সেই কিনা বাবা হয়ে গেল । আরবীতে ইবনে, বিন্তে, বিন এই শব্দ গুলো পিতা/মাতা-ছেলে/মেয়ের সম্পর্ক বুঝানোর জন্য ব্যবহার করা হয়।
বাংলায় যেমন ছেলের নামে বাবাকে অনেকে ডাকে যেমন "অমুকের বাপ", আরবী সহ সব ভাষাতেই এই সম্বোধন বিদ্যমান। জব্বার, সালাম এগুলো আল্লাহর নাম, তাই নামের আগে আব্দুল শব্দ দেয়া হয়েছে, যার অর্থ বান্দা। তাহলে আব্দুল জব্বার মানে হচ্ছে জব্বারের বান্দা। কিন্তু আমরা কিন্তু ডাকি শুধু জব্বার বলেই। একটি মানুষকে আল্লাহর নামে ডাকছি ! সে ক্ষেত্রে আমাদের গুনাহ হতে পারে।
তাই অন্ধের মত নাম না রেখে ভেবে চিনতে নাম রাখবেন।
এখন আসি ডিজিটাল নামে। যদি নাম হয় আব্দুল জলিল ফেসবুকে নাম হয়ে যায় জোন্স/জেমস। আরে ভাই নিজের নাম দিতে সমস্যা কোথায়। নামে কি আসে যায়, কর্মে পরিচয়।
বাবা-মায়ের নামটা বিকৃত না করে আসল নামটা দিন। তাহলে বেশি মানুশের সাথে পরিচিত হতে পারবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।