আমাদের কথা খুঁজে নিন

   

রোনালদো ডি মারিয়ার জোড়া গোল

ইত্তিহাদ স্টেডিয়ামে এতটা সহজ জয় আশা করেনি বায়ার্ন মিউনিখ। গত বুধবার ম্যানসিটিকে ৩-১ গোলে হারিয়েছে গার্ডিওলার শিষ্যরা। এ জয়ের পর রিবেরিরাও অবাক হয়েছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার ইউক্রেনের মাটিতে ম্যানইউ ১-১ গোলে ড্র করেছে শাখতারের সঙ্গে। তবে ক্রিস্টিয়ানো রোনালদো এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার ডাবলে রিয়াল মাদ্রিদ ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ড্যানিশ ক্লাব কোপেনহেগেনকে।

এ ছাড়া জুভেন্টাসকে ২-২ গোলে আটকে দিয়েছে গ্যালাটাসারি। অন্যদিকে প্যারিস সেইন্ট জার্মেইন বেনফিকাকে ৩-০ গোলে পরাজিত করেছে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ড্যানিশদের দাঁড়াতেই দেননি রোনালদো-ডি মারিয়ারা। ম্যাচের ২১ মিনিটে রোনালদো প্রথম আঘাত হানেন। প্রথমার্ধটা ১-০ ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

তবে দ্বিতীয়ার্ধে রোনালদোর ৬৫ মিনিটের গোল ছাড়াও অ্যাঞ্জেল ডি মারিয়া ৭১ ও ৯১ মিনিটে দুটি গোল করে দলের বিশাল জয় নিশ্চিত করেন। এই ডাবলে ক্রিস্টিয়ানো রোনালদোই এখন চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হলেন। তিনি ৫ গোল করেছেন। ৩ গোল নিয়ে মেসি আছেন দ্বিতীয় স্থানে।

এদিকে ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির মুখোমুখি হতে বেশ ভালো প্রস্তুতি নিয়েই এসেছিল বায়ার্ন মিউনিখ।

কিন্তু ইংলিশরা তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ফ্র্যাঙ্ক রিবেরি সাত মিনিটে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন। এরপর ৫৬ মিনিটে থমাস মুলার এবং ৬০ মিনিটে আরিয়েন রোবেন গোল করলে জার্মানদের বিজয় নিশ্চিত হয়ে যায়। ম্যাচের ৭৯ ম্যানসিটিকে সান্ত্বনার গোল উপহার দেন নেগ্রেদো। এ সহজ জয়ের পর রিবেরি বলেছেন, 'আমরা ম্যানসিটির বিপক্ষে এমন সহজ জয় আশা করিনি।

'

তুর্কি ক্লাব গ্যালাটাসারির দায়িত্ব নেওয়ার পর প্রথম অভিযানটা ব্যর্থই হলো মানসিনির। জুভেন্টাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তার দল। চ্যাম্পিয়ন্স লিগে দীর্ঘদিন পর আবারও গোল পেলেন দিদিয়ের দ্রগবা। তবে তার গোল গ্যালাটাসারির জয়ের জন্য যথেষ্ট ছিল না। ভিডাল এবং ফ্যাবিওর গোলে এগিয়ে গিয়েছিল ওল্ড লেডিরা।

যদিও ভিডালের পেনাল্টি গোল নিয়ে মানসিনির আপত্তি রয়েছে। পেনাল্টির ক্ষেত্রে কোচদের এই আপত্তি বর্তমানে একটা ফ্যাশনই হয়ে দাঁড়িয়েছে। নিজেদের বিপক্ষে পেনাল্টি দিলে সব কোচই বর্তমানে রেফারির সমালোচনায় মুখর হচ্ছেন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুটি করে ম্যাচ শেষ হলো। এ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে ম্যানইউ শীর্ষে থাকলেও সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শাখতার।

বি গ্রুপে রিয়াল মাদ্রিদ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জুভেন্টাস। সি গ্রুপে প্যারিস সেইন্ট জার্মেইন ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। গ্রিক ক্লাব অলিম্পিয়াকস ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। এ ছাড়া ডি গ্রুপে জার্মান জায়ান্ট ও বায়ার্ন মিউনিখ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।

এ গ্রুপে ম্যানসিটি ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।