আমাদের কথা খুঁজে নিন

   

জাবা মোবাইল এর ওপেরটরলগো বদলিয়ে নিজের নাম বসাতে পারবেন।একদম সহজ পদ্বতিতে।

এটা আমার দ্বিতীয় টিউন,ভুল হলে দুঃখিত...........

আপনার ফোনের হোম স্ক্রিনে সব সময় যে Grammenphone, Banglalink, ROBI,Airtel বা Teletalk ইত্যাদি সিম কোম্পানির নাম থাকে ঐটাই অপারেটর লোগো । →এটা অনেকের কাছে বিরক্তিকর লাগে । এটার বদলে যদি একটা পছন্দের ছবি দেওয়া যায় তবে কেমন হয়? যা করতে হবেঃ প্রথমে আপনি যে ছবিটা ব্য করতে চান সেইটা সিলেক্ট করুন । তারপর BlueFTP চালু করে ছবিটা রিনেম করে Logo.oplc করুন । বেরিয়ে আসুন ।

→তারপর মিউজিক প্লেয়ারে যান । Option এ গিয়ে Downloads এ ক্লিক করুন । তারপর Go to address এ ক্লিক করলেই একটা বক্স আসবে । সেখানে যা লেখা আছে সেইটা কেটে দিন আর ঐ জায়গায় লিখুন file:///e:/logo.oplc আর তারপর OK করুন । →এখন দেখুন একটা নোটিফিকেশনের মাধ্যমে আপনি একটা লোগো পাবেন ।

ঐটা SAVE করুন আর দেখুন অপারেটরের নামের বদলে আপনার পছন্দের ছবি এসে গেছে । বিঃদ্রঃ আপনার ফোনের Oparator Logo অপশনটি ON না থাকলে ON করে নিন ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।