আমাদের কথা খুঁজে নিন

   

ক্লিয়ার বাংলা দেখুন UC ব্রাউজারে- সবচেয়ে সহজ পদ্ধতিতে: জাবা ও সিম্বিয়ান মোবাইলে।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন।
জাবা বা সিম্বিয়ার ব্যবহারকারীরা মোবাইলে আগে থেকে বাংলা সাপোর্ট না করলে সাধারনত UC ব্রাউজারে বাংলা দেখতে পারেননা। কারন, UC ব্রাউজারে অপেরার মত বিটম্যাপ ফন্ট সাপোর্ট করেনা আর তাই Selected কিছু ভাষা ছাড়া অন্যান্য ভাষা ব্রাউজারে দেখা যায়না।   তবে সিম্বিয়ান ব্যাবহারকারীরা আলাদা Font ব্যাবহার করে ম্যানুয়ালি বাংলা দেখতে পারেন, তবে এটি অনেক জটিল এবং এতেও বাংলা ক্লিয়ার আসেনা, ফন্টগুলো এলোমেলো আর ভাংগা ভাংগা আসে।  
আর এ সমস্যা সমাধানে নিচের লিংক থেকে UC ব্রাউজারটি ডাউনলোড করে নিন।

এই ইউসিটি বিটম্যাপ ফন্ট সাপোর্ট করে। আর তাই এতে আপনি কোন সমস্যা ছাড়াই বাংলা দেখতে পারবেন। এতে আলাদাভাবে বিটম্যাপ On করতেও হবেনা। জাস্ট Download এন্ড Enjoy...।
নিচের Screenshot গুলো আগে দেখেনিন :
Screen Shot 01

Screen Shot 02
 
বিটম্যাপ সাপোর্টেড UC ব্রাউজারটির সরাসরি ডাউনলোড করেনিন এখান থেকে।


Advertise বিহীন আমার এই ফেজবুক পেইজটি লাইক দিয়ে রাখতে পারেন।
বি.দ্র: টেকটউনসে এটিই আমার প্রথম টিউন। তাই, টিউস সম্পর্কে আপনার মূল্যবান মতামত/পরামর্শ কামনা করছি।
কষ্ট করে সম্পূরণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.