আমাদের কথা খুঁজে নিন

   

থ্রিজির ডেটাপ্যাকেজ আকাশের চাঁদ!

এক মেগাবিট গতিতে এক জিবি ডেটার মাসিক চার্জ কত হতে পারে? গত ৮ সেপ্টেম্বর বেসরকারি মোবাইল অপারেটররা থ্রিজি নিলামে তরঙ্গ কেনার পর থেকেই আলোচনায় এসেছে এ প্রশ্নটি।

সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে অনেকেই থ্রিজির ডেটাপ্যাকেজ সাশ্রয়ী রাখার কথা লিখেছেন। থ্রিজির লাইসেন্স হস্তান্তরের সময় বিটিআরসির পক্ষ থেকেও সাশ্রয়ী খরচে ডেটাপ্যাকেজ উন্মুক্ত করার জন্য বলা হয়েছিল। সম্প্রতি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছ থেকে থ্রিজি ডেটাপ্যাকেজের অনুমোদন পেয়েছে গ্রামীণফোন, বাংলালিংক ও রবি। এখনো অনুমোদন পায়নি এয়ারটেল।



বিটিআরসির সূত্র অনুযায়ী, এক এমবিপিএস গতির এক গিগাবাইট ডেটার জন্য ৬০০ টাকা নির্ধারণ করেছে গ্রামীণফোন, যার মেয়াদ হবে ১৫ দিন। বাংলালিংক ৩০ দিনের জন্য ১.২৪ গিগাবাইট ডেটার প্যাকেজ নির্ধারণ করেছে ৫০০ টাকায়। এক মাসে এক এমবিপিএস গতিতে দেড় গিগা ডেটার প্যাকেজে রবি নির্ধারণ করেছে ৩৫০ টাকা।

এখনো অবশ্য আনুষ্ঠানিকভাবে ডেটাপ্যাকেজের কোনো ঘোষণা দেয়নি কোনো অপারেটর।

থ্রিজি ডেটাপ্যাকেজে সবচেয়ে বেশি দাম নির্ধারণ করেছে গ্রামীণফোন।

তুলনামূলকভাবে টেলিটকের এক মেগাবিট গতির এক গিগাবাইট ডেটাপ্যাকেজের খরচ ২৭৫ টাকা।

ডেটা প্যাকেজ বিষয়ে গ্রামীণফোনের একজন মুখপাত্র প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, ‘আমরা কেবল বিটিআরসির কাছ থেকে থ্রিজি ডেটা বিক্রির অনুমোদন পেয়েছি। আমাদের প্যাকেজগুলোর অনুমোদন পেলেও আনুষ্ঠানিকভাবে এখনও প্যাকেজ ঘোষণা করা হয়নি। বর্তমানে ভোক্তাদের জন্য ডেটা প্যাকেজ নির্ধারণের কাজ চলছে। ’

ভোক্তা সুবিধার কথা মাথায় রেখেই থ্রিজির ডেটা প্যাকেজের দাম নির্ধারণ করা হবে বলেই জানিয়েছেন গ্রামীণফোনের মুখপাত্র।

 

 

থ্রিজির ট্যারিফ

অপারেটর: গ্রামীণফোন

৫১২ কেবিপিএস গতি

৫০০ মেগাবাইট ৫০ টাকা, মেয়াদ ৫ দিন

১ গিগাবাইট ৪০০ টাকা, মেয়াদ ১৫ দিন

১ গিগাবাইট ৪৫০ টাকা, মেয়াদ ৩০ দিন

২ গিগাবাইট ৬৫০ টাকা, মেয়াদ ৩০ দিন

৪ গিগাবাইট ৯০০ টাকা

৫ গিগাবাইট ৯৫০ টাকা

৮০০ কেবিপিএস গতি

১ গিগাবাইট ৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন

৫ গিগাবাইট এক হাজার টাকা, মেয়াদ ৩০ দিন

১ এমবিপিএস

১ গিগাবাইট ৬০০ টাকা, মেয়াদ ১৫ দিন

২ গিগাবাইট ৮৫০ টাকা, মেয়াদ ৩০ দিন

৩ গিগাবাইট এক হাজার টাকা, মেয়াদ ৩০ দিন

৪ গিগাবাইট এক হাজার ২০০ টাকা, মেয়াদ ৩০ দিন

৫ গিগাবাইট এক হাজার ৩০০ টাকা, মেয়াদ ৩০ দিন

৬ গিগাবাইট এক হাজার ৪০০ টাকা, মেয়াদ ৩০ দিন

অপারেটর: বাংলালিংক

১ এমবিপিএস গতি

৫০ মেগাবাইট ৫০ টাকা, মেয়াদ ১৫ দিন

১৫০ মেগাবাইট ১৫০ টাকা, মেয়াদ ১৫ দিন

১.২৪ গিগাবাইট ৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন

২.৪৮ গিগাবাইট ৮৫০ টাকা, মেয়াদ ৩০ দিন

৩.৭৮ গিগাবাইট এক হাজার টাকা, মেয়াদ ৩০ দিন

৪.৯৬ গিগাবাইট এক হাজার ১৫০ টাকা, মেয়াদ ৩০ দিন

৫.১২ গিগাবাইট এক হাজার ৩০০ টাকা, মেয়াদ ৩০ দিন

১০.২৪ গিগাবাইট ২০০০ টাকা, মেয়াদ ৩০ দিন

অপারেটর: রবি আজিয়েটা

গতি ৫১২ কেবিপিএস

২০০ মেগাবাইট ১০০ টাকা, মেয়াদ ৭ দিন

গতি ১ এমবিপিএস

১.৫ গিগাবাইট ৩৫০ টাকা, মেয়াদ ৩০ দিন

গতি ২ এমবিপিএস

২ গিগাবাইট ৮০০ টাকা, মেয়াদ ৩০ দিন

গতি ৪ এমবিপিএস

৫.৫ গিগাবাইট এক হাজার ১০০ টাকা, মেয়াদ ৩০ দিন

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.