আজও নিজের মাঝে অসাধারণতার ছাপ খুঁজে বেড়াই কিন্তু প্রতিবারই নিজেকে খুব সাধারণরূপে আবিষ্কার করি। মন্দ কি...ভালই তো আছি।
ভালবাসা খুঁজেছি আমি,
প্রিয়তমার মিষ্টি হাসিতে
কাজল কালো আঁখিতে
বেণী করা চুলেতে
অথবা___________
নরম হাতের স্পর্শে।
কিন্তু প্রতিবারই,
বেহায়া উদভ্রান্ত এই
মনের তৃষ্ণা মিটাতে
অসময়ের ভেলায়
দিয়ে গা ভাসিয়ে
তাকিয়ে থেকেছি
সে এক নেশাখোর
ঘোরলাগা চোখে....।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।