এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, ২০১২ সালের জানুয়ারির প্রদর্শনী মাইক্রোসফটের ঘোষণার জন্য লাইনে থাকা পণ্যের সঙ্গে শেডিউল মেলেনি বলে সিইএস থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।
২০১৪ সালের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য তালিকাভুক্ত না হলেও, প্রতিষ্ঠানটি আবার সিইএস-এর সভাকক্ষ বুক করেছে।
লস ভেগাসের প্রদর্শনীকে এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক ইভেন্ট বলে দাবি করেছেন এক বিশ্লেষক। মাইক্রোসফটের মুখপাত্র এ সম্পর্কে মন্তব্য করতে চাননি।
প্রদর্শনীর আয়োজক কনজিউমার ইলেক্ট্রনিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গ্যারি স্যাপিরো বলেন, “খুব শীঘ্রই আমরা মাইক্রোসফটের সঙ্গে অসাধারণ জুটি করতে পারব। আমরা এখন প্রতিষ্ঠানটির উপস্থিতির জন্য সন্তুষ্ট।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।