আমাদের কথা খুঁজে নিন

   

সিইএস ২০১৪: কিছু নতুন মোবাইলের সারসংক্ষেপ

প্রথমেই বলে নিচ্ছি, লেখাটি লিখা হয়েছে বাংলা ভাষায় প্রথম মোবাইল বিষয়ক ব্লগ, "এবং মোবাইল ডট কম" এর জন্য। আজ মনে হলো টেকটিউনসের ভিজিটররা কেন মিস করবে (যদিও মিস করার কিছু নাই) ?
প্রতি বছরের মতো এবারো মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৬ থেকে ১০ জানুয়ারী অনুষ্ঠিত হয়ে গেল বছরের প্রথম আকাঙ্ক্ষিত মেলা কনজিউমার ইলেক্ট্রনিক শো বা সিইএস ২০১৪। আগের বছর গুলোর তুলনায় এবার মেলা হয়ে গেল আরো বড় এবং পৌঁছেছে আরো বেশি মানুষের কাছে। এ বছর ২০ লক্ষ স্কয়ার ফিট জুড়ে অনুষ্ঠিত মেলায় প্রতিষ্ঠান ছিল প্রায় ৩,২০০ টি। শুধু তাই নয়, এবার মেলায় দর্শক এসেছে প্রায় ১ লক্ষ ৫০ হাজার যার মধ্যে প্রায় ২৩ ভাগ বিদেশি নাগরিক।


আরো একটি অবাক করা তথ্য জানিয়েছে সিইএস এর প্রেসিডেন্ট গ্যারি শাপিরো। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ কোন না কোনভাবে এ মেলার সাথে জড়িত ছিল।

অন্যান্য বছরের মতো এবারো প্রকাশ হয়ে গেল আগামী কয়েক মাসে বের হবে এমন বিভিন্ন প্রযুক্তি পণ্য। যেমন প্রথম দিনেই জানা গিয়েছে NVIDIA আনছে তাদের নতুন চিপসেট। হাই প্রোফাইলের মধ্যে সনির জেড ওয়ান কম্প্যাক্ট, স্যামসাং এর ট্যাবলেট প্রো কিংবা বলা যায় হুয়াউয়ে’র এসেন্ড মেট ২।

তবে এগুলো বাদ দিয়ে এখন লিখছি অন্যগুলো সম্পর্কে।
এ বছর কিছু অত্যাধুনিক প্রযুক্তির মোবাইল সেবা বের হলেও মেলায় মোবাইল এর সাথে ছিল ট্যাবলেটের জয়জয়কার। প্রায় সকল নির্মাতা প্রতিষ্ঠান বেশি নজর দিয়েছে ট্যাবলেট ও বড় ডিসপ্লের মোবাইল এর উপর। তাছাড়া এবার আরো এসেছে বিশেষায়িত ট্যাবলেট। যেমন আর্কোস নিয়ে এসেছে শিশুদের জন্য চাইল্ডপ্যাড।


এনভিডিয়াঃ চিপ্সেট নির্মাতা NVIDIA দেখিয়েছে নতুন Tegra K1 চিপসেট। এটি তাদের আগের টেগরা ৪ থেকে অনেক বেশি পাওয়ারফুল যা হেভি গ্রাফিক্স কোন সমস্যা ছাড়াই লোড করতে পারে।
তারা বলছে এটি শুধু প্লেস্টেশন ৩ বা এক্সবক্স ৩৬০ থেকেই পাওয়ারফুল নয়, বরং আইফোন ৫এস এর GPU থেকে এর গিপিইউ ৩ গুন বেশি শক্তিশালী। এতো ক্ষমতার হয়েও এটা বের হয়েছে দুইটি ফ্লেভারে।
এলকাটেলঃ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ALCATEL এনেছে One Touch Idol X.এতে রয়েছে  ৫” স্ক্রীনের ১০৮০ পিক্সেলের ডিসপ্লে।

একক সিম ও ডুয়াল সিম, দুভাবেই আসছে ডিভাইসটি।
লেনোভোঃ লেনোভো নিয়ে এলো Vibe Z যা তাদের প্রথম LTE সাপোর্টেড হ্যান্ডসেট। এ ছাড়াও এনেছে S930 এবং S650 মোবাইল।   আর একটু কম দামের স্মার্টফোন হিসেবে এনেছে ১ গিগা র‍্যাম এর A859 হ্যান্ডসেট।
মাইক্রোম্যাক্সঃ মাইক্রোম্যাক্স এনেছে ইন্টেলের নতুন Dual OS Platform এর সুবিধা সম্পন্ন ট্যাবলেট Canvas LapTab যাতে আছে ১.৪৬ গিগাহার্টজের প্রসেসর।

  ১০.১” ডিসপ্লের ট্যাবটিতে রয়েছে ১২৮০x৮০০ রেজ্যুলেশন আর ২ জিবি র‍্যাম।
জিয়াওমিঃ চায়নার ১নং ডিভাইস উৎপাদনকারী Xiaomi মেলায় দেখিয়েছে তাদের নতুন MI3 হ্যান্ডসেট। এন্ড্রয়েডের নিজস্ব কাস্টম ইন্টারফেস ব্যবহার করা জাওমিতে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ৪.২ ভার্সন। এতে রয়েছে ৫” স্ক্রীনের ১০৮০পিক্সেল এর ডিসপ্লে এবং গরিলা গ্লাস। ক্রমেই বিশ্বে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে জাওমি।

বিশেষ করে গত বছর গুগলের এন্ড্রয়েড বিভাগের প্রধানকে টেনে নিয়ে আরো বেশি আলোচনায় আসে প্রতিষ্ঠানটি।
জেডটিইঃ ZTE এর নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস Grand SII LTE বের হয়েছে এবারের মেলায় যাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর। ৫.৫” এর ডিসপ্লের সাথে আছে ২মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সহ ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এছাড়াও ZTE বের করেছে তাদের Z5 এর আপগ্রেড Z5S এবং Iconic ফ্যাবলেট। আরো আকর্ষণীয় নিউজ হলো এবার তারা বের করলো Bluewatch যা তাদের প্রথম স্মার্টওয়াচ।


জিউনিঃ চায়নার নির্মাতা জিউনি আনলো হ্যান্ডসেট ৫.৫” এর Elife E7 যেখানে সমস্যা হলো এর ২৫০০ এম্প্যেয়ারের ব্যাটারী এটাচড করা যা খোলা যাবে না। তবে এর রয়েছে ২টি ভার্সন। ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন্টারনাল মেমরী বাদেও আরেকটি ভার্সন পাবেন ৩ জিবি র‍্যাম ও ৩২জিবি মেমরীতে।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।