আমাদের কথা খুঁজে নিন

   

সুমীর ব্যস্ততা

আসছে ঈদের জন্য দুটি টেলিফিল্ম নির্মাণ করেছেন অভিনেত্রী-নির্মাতা মাহবুবা ইসলাম সুমী। এর মধ্যে একটির নাম 'দহন'। রচনা করেছেন জাকারিয়া সৌখিন। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন সুমী। প্রচার হবে চ্যানেল আইতে।

আর অন্যটি ইমদাদুল হক মিলনের 'লাভ ইন নেপাল'। এটি প্রচার হবে এসএ টিভিতে। নাটকের কাজের পাশাপাশি উপস্থানা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। বর্তমানে এসএ টিভিতে 'গি্লটর্জ স্টার' শিরোনামের একটি বিনোদন মূলক অনুষ্ঠানে উপস্থাপনা করছেন তিনি। নাটক ও উপস্থাপনার পাশাপাশি মাহবুবা ইসলাম সুমী তার নিজের প্রযোজনা সংস্থা 'গোন্ডেন ড্রিম' থেকে একটি চলচ্চিত্রের কাজও শুরু করেছেন।

কিন্তু চলচ্চিত্রটির নাম এখনই বলতে চাচ্ছেন না। এরই মধ্যে ছয়টি গানের মধ্যে পাঁচটি গানের কাজ শেষ করেছেন। বর্তমান সময়ের নানা ব্যস্ততা নিয়ে তিনি বলেন,' আমার প্রথম পরিচয় আমি একজন অভিনেত্রী। আর অভিনয়ের পাশাপাশি বর্তমানে আমি নাটক পরিচালনাও শুরু করেছি। আর সম্প্রতি আমার উপস্থাপনা দর্শকদের মন কেড়েছে।

আর সব মহলের মানুষই আমার উপস্থাপনার প্রশংসা করেছে। এছাড়া আমার স্বপ্নের চলচ্চিত্রের কাজ আমি শুরু করেছি। এরই মধ্যে এ চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন শাকিলা জাফর, এন্ড্রু কিশোর, কনকচাঁপা, শুভ্রদেব। আমার এ ছবিতে দেশের বাইরের একজন শিল্পীর গান করার কথা আছে। আর এখনই তার নাম বলতে চাচ্ছি না।

সব মিলিয়ে আমার নিজের কাজগুলো নিয়ে আমি ব্যস্ত আছি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।